‘ভিত্তিহীন অভিযোগ’! OSD-র বিরুদ্ধে থানায় নালিশ অভিষেকের! ফুঁসে উঠলেন ফিরহাদ

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ওএসডির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তোলার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে থানা অবধি। ফিরহাদের ওএসডি তথা অফিসার অন স্পেশ্যাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শেক্সপিয়ার সরণী থানায় অভিষেকের অফিসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে বলে খবর। এবার এই নিয়ে মুখ খুললেন মেয়র নিজে।

জানা যাচ্ছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম করে ‘অনৈতিক কাজ’ করছিলেন কালীচরণ। দিনের পর দিন ধরে সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি অভিষেকের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসে এই নিয়ে নাকি বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে। সেখানে দাবি করা হয়, তৃণমূল সাংসদের নামের অপব্যবহার করে টাকা তুলছেন ববির ওএসডি।

বিষয়টি নজরে আসতেই অভিষেকের অফিসের তরফ থেকে শেক্সপিয়র সরণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এবার এই নিয়ে মুখ খুললেন ফিরহাদ (Firhad Hakim) নিজে। কলকাতা পুরসভার মেয়র বলেন, ‘যদি এমন কোনও অভিযোগ থাকতো, তাহলে আমায় বলতে পারতো তো। একজন মানুষের নামে এমন কোনও অভিযোগ যদি আসে, যে অভিযোগের কোনও ভিত্তি নেই, তাঁকে আমি কীভাবে সরিয়ে দেব?’

আরও পড়ুনঃ দেব-অভিষেকের কাঁধে নয়া ‘দায়িত্ব’! পুজোর আগেই বড় ঘোষণা! শুরু চর্চা

এদিকে এই বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, অভিষেক এবং ফিরহাদ একই দলের অংশ, তাঁদের রাজনৈতিক মতাদর্শও এক। তবে বিভিন্ন সময়ে তাঁদের মতপার্থক্যের কথা সামনে এসেছে। স্বাভাবিকভাবেই তাই ববির ওএসডির বিরুদ্ধে অভিষেকের অফিস থেকে থানায় অভিযোগ জানানোর খবর সামনে আসায় তা নিয়ে জলঘোলা শুরু হয়েছে।

Abhishek Banerjee Firhad Hakim

এই বিষয়টি নিয়ে এখনও অবধি তৃণমূল (Trinamool Congress) সেনাপতি কোনও মন্তব্য করেননি। সূত্র মারফৎ জানা যাচ্ছে, অভিষেকের অফিসের এক কর্মী থানায় অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে যার বিরুদ্ধে অভিষেকের নাম করে টাকা তোলার অভিযোগ, সেই কালীচরণও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

এই বিষয়ে ফিরহাদের (Firhad Hakim) ওএসডিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। যা বলার মেয়র সাহেব বলবেন’। অন্যদিকে পুলিশের তরফ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। ফলে অভিযোগ জানানোর খবর জানা গেলেও এফআইআর রুজু করা হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর