বাংলা হান্ট ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশের পরই হাজিরা খাতায় সই করতে হচ্ছে তৃণমূল (TMC) বিধায়কদের। পরিষদীয় মন্ত্রীর ঘরে গিয়ে সই করছেন বিধায়করা। কিন্তু এই নিয়েই দলের অভ্যন্তরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই নিয়ে মুখ খুলেছেন মন্ত্রী ফিরহাদ হাকিমও (Firhad Hakim)। তিনি বলেন, ‘দলের নির্দেশ, তাই সই করছি। আমি এর সঙ্গে সহমত নই।’
উল্লেখ্য, হাজিরা খাতা সইয়ের বিষয়ে মত নেই ফিরহাদের। কিন্তু দলনেত্রীর নির্দেশ মানতে বদ্ধপরিকর তাঁরা। ফিরহাদ বলেন, ‘পার্টি বলেছে, তাই সই করছি। কিন্তু আমরা স্কুলে পড়ি নাকি? যে সময় দিয়ে সই করতে হবে। এটার সঙ্গে আমি সহমত নই। আমাদের নিজেদেরই দায়িত্ব নিয়ে সচেতন থাকা উচিত। বিধানসভায় আমরা সময়ে আসব।’
আরও পড়ুন: উত্তুরে হাওয়া, কুয়াশার দাপট! আরও নামবে পারদ, শীতের বিরাট আপডেট হাওয়া অফিসের
এই নিয়ে মুখ খুলেছেন মন্ত্রী মলয় ঘটকও (Molpy Ghatak)। তাঁরও একই সুর। তিনি বলেন, ‘আমি তো নিয়মিত বিধানসভায় আসি। আজ পর্যন্ত ১১ বছরে একটা দিনও কামাই করিনি।’ যদিও বিধায়ক ইন্দ্রনীল সেন (Indranil Sen) নয়া এই নিয়মে আনন্দেই বটে। তিনি বলেন, ‘টাইমে ঢুকেছি, টাইমেই বেরিয়েছি। ভালই লাগছে ব্যাপারটা।’
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিধায়কদের বিধানসভায় যাওয়ার জন্য কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী (West Bengal CM)। একটি নতুন নিয়ম চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়করা বিধানসভায় কতক্ষণ থাকেন, তা নিয়ে হিসেব রাখতে শুরু করেছে পরিষদীয় দল। সেই জন্য আলাদা একটি হাজিরা খাতায় সই করে বিধানসভায় প্রবেশ এবং প্রস্থানের সময় উল্লেখ করতে হচ্ছে বিধায়কদের। কিন্তু দলের এই নির্দেশে বিধায়কদের একাংশ সহমত নন। কারণ তাঁদের অনেকেরই বক্তব্য, এমন অনেক বিধায়ক রয়েছেন, যাঁদের প্রতিদিনই গুরুত্বপূর্ণ অন্যান্য কর্মসূচি থাকে। ফিরহাদ এদিন স্পষ্টতই কার্যত ক্ষোভের সুরেই বলেন, ‘এটা তো স্কুল কিংবা কলেজ নয়।’