বাংলাহান্ট ডেস্ক: প্রযুক্তি নগরী বেঙ্গালুরুর মুকুটে যুক্ত হতে চলেছে নতুন পালক। দেশের প্রথম চালকবিহীন মেট্রো পেতে চলেছে এই শহর। এই বিষয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বেঙ্গালুরু মেট্রোরেল ট্রান্সপোর্ট কর্পোরেশন। জানা যাচ্ছে সব ঠিকঠাক থাকলে খুব শিগগির চালকবিহীন মেট্রো পথ চলা শুরু করবে বেঙ্গালুরুতে।
তবে তার আগে বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা হবে এখানে। আর ৩৭ টি পরীক্ষা বাকি। তারপর পরীক্ষায় উত্তীর্ণ হলে বেঙ্গালুরুতে চলতে শুরু করবে চালকবিহীন মেট্রো। এই ট্রেন চলবে বেঙ্গালুরু মেট্রোর ইয়েলে লাইনে। ট্রেন চলাচল শুরুর আগে অ্যাসেম্বেলিং এর কাজ করা হয়। জানা যাচ্ছে সেই কাজ সম্পন্ন হয়েছে।
আরোও পড়ুন : ফ্রি’তে রেশন গ্রহীতারা পাবেন এই বিশেষ সুবিধা! এই বিষয়ে ভোটের আগেই বড় খবর দিল সরকার
এই কাজ শেষ হয়েছে চিনা ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে। বেঙ্গালুরু মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে, আগামী ৪ মাসে ৩৭ টি টেস্ট করা হবে। তারপর এই মেট্রো চলাচল শুরু করবে। বেঙ্গালুরু মেট্রো রেল কর্তৃপক্ষর কথায়, স্ট্যাটিক এবং বৈদ্যুতিক সার্কিট পরীক্ষার জন্য টেস্ট ট্র্যাকে পাঠানোর আগে একত্রিত করা হয়েছে ট্রেনের কোচগুলিকে।
আরোও পড়ুন : DA বেড়ে ৫০% ! এবার কী বাড়বে বেসিক স্যালারিও? বড় খবর সরকারি কর্মীদের জন্য
মেইন লাইন পরীক্ষার জন্য পরে এগুলিকে সরানো হবে। চার মাস ধরে প্রায় ৩৭ রকম টেস্ট করা হবে। তারপর হবে বৈদ্যুতিক যোগ, সিগনালিং সিস্টেম, টেলিকমিউিনিকেশন সিস্টেমের সংযোগকরণের কাজ। প্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে যানজট একটি দৈনন্দিন সমস্যা। তাই সরকারের পক্ষ থেকে শহরকে যানজট মুক্ত করতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশেষ করে মেট্রো পরিষেবা বিস্তারের মাধ্যমে সরকার চাইছে শহরকে সচল রাখতে। চালকবিহীন মেট্রোর ২১৬ টি কোচ নির্মাণের দায়িত্ব পেয়েছে চিনা সংস্থা নানজিং পুজেন কো লিমিটেড। এই মেট্রো লাইন সংযুক্ত করবে সিল্ক বোর্ডের সঙ্গে আরভি রোড ও বোম্মাসান্দ্রাকে। ট্রায়াল রানের পর রিপোর্ট পাঠানো হবে রেলওয়ে সেফটির চিফ কমিশনারের কাছে।