কলকাতা নাকি অন্য কোথাও! জানেন, বিশ্বের প্রথম মেট্রো কবে কোথায় ছুটেছিল?অবাক করে দেবে উত্তর

বাংলাহান্ট ডেস্ক : গোটা ভারতের মধ্যে প্রথম মেট্রো পরিষেবা (Metro Service) শুরু হয় কলকাতায়। অতীতে একাধিক ক্ষেত্রে কলকাতা ছিল গোটা ভারতের দিশারী। এমন বহু উদ্যোগ রয়েছে যার উৎপত্তি ঘটেছিল আমাদের কলকাতায়। আবার কিছুদিন আগে দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো সিস্টেম চালু করে তাক লাগিয়ে দিয়েছে কলকাতা মেট্রো।

বিশ্বের প্রথম মেট্রো পরিষেবা (Metro Service)

তবে বলতে পারবেন বিশ্বের প্রথম মেট্রো পরিষেবা শুরু হয়েছিল কোন শহরে? অনেকেই হয়ত জানেন না লন্ডনে (London) বিশ্বের প্রথম মেট্রো (Metro) চালু হয়েছিল। সালটা ১৮৯০। সেই বছর প্রথম ইঞ্জিনের পরিবর্তে বৈদ্যুতিক লাইনের ট্রেন চলতে শুরু করে মাটির নিচ দিয়ে।

Metro Service

লন্ডন মেট্রো বিশ্বের তৃতীয় বৃহত্তম পাতাল রেল পরিষেবা প্রদানকারী। ১১টি লাইন বা ট্র্যাকে রয়েছে ২৭০ টি মেট্রো স্টেশন। লন্ডন মেট্রোর (Metro) মোট যাত্রা পথ ৪০২ কিলোমিটার। এই যাত্রাপথের ৪৫ শতাংশ অবস্থিত মাটির নিচে বা সুরঙ্গ পথে। শহর ও শহরতলীর অধিকাংশ স্টেশনগুলি মাটির নিচে অবস্থিত।

আরোও পড়ুন : কলতানকে ‘কৃষ্ণ’, সঞ্জীবকে ‘অর্জুন’ তকমা রাজ্যের! পাল্টা হাইকোর্ট যা বলল … তোলপাড়

একটি পরিসংখ্যান থেকে জানা যায়, প্রতিদিন প্রায় ৫০ লক্ষ যাত্রীকে পরিষেবা দিয়ে থাকে এই মেট্রো। ২০০৭ সাল থেকে ট্রান্সপোর্ট ফর লন্ডন সাবসিডিয়ারি লন্ডন আন্ডারগ্রাউন্ড লিমিটেডের মালিকানায় চলা এই মেট্রোর বগি ও ট্র্যাকের সংখ্যা বারংবার বৃদ্ধি করা হলেও লন্ডন মেট্রোয় ভিড় খুবই সাধারণ একটি বিষয়। বিভিন্ন বেসরকারি কোম্পানি ১৯৩৩ সাল পর্যন্ত লন্ডন মেট্রো পরিচালনা করে এসেছে। 

Metro Service

তারপর লন্ডন মেট্রোর মালিকানা হস্তান্তর করা হয় স্থানীয় সরকারের কাছে। ১৮৯৬ সালে বিশ্বের দ্বিতীয় মেট্রো পরিষেবা (Metro Service) শুরু হয়েছিল হাঙ্গেরির বুদাপেস্টে। প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে মেট্রো পরিষেবা শুরু হয়  এথেন্স, বার্লিন, বোস্টন, বুয়েনস আইরিস, বুদাপেস্ট, গ্লাসগো, হামবুর্গ, লিভারপুল, নিউইয়র্ক এবং প্যারিসের মতো একাধিক শহরে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর