Big Breaking: চাকরিতে ঢুকলেই মিলবে একমাসের বেতন, মোটা টাকা, EPFO নিয়েও বাজেটে বিরাট ঘোষণা কেন্দ্রের

বাংলা হান্ট ডেস্কঃ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2024)। আর তাতে রীতিমতো ধামাকা। কর্মসংস্থান থেকে আবাস যোজনা, যুব সমাজ থেকে পড়ুয়া সব দিকে নজর রেখে একাধিক বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman)। কর্মসংস্থানের ক্ষেত্রে উদ্যম সঞ্চারে এবার বিরাট পদক্ষেপ নিল ভারত সরকার। প্রথম বার চাকরিতে ঢুকলে বিশেষ সুযোগ-সুবিধা পাবেন বলে ঘোষণা অর্থমন্ত্রীর।

EPFO নিয়ে বাজেটে বিরাট ঘোষণা (Union Budget 2024)

বাজেটের ঘোষণা অনুযায়ী EPFO-তে প্রথম বার যাদের নাম নথিভুক্ত হবে, তাদের একমাসের বেতন দেওয়া হবে। প্রভিডেন্ট ফান্ড (পিএফ) মারফত এই টাকা দেবে সরকার প্রদান করবে। যা হবে তিন কিস্তিতে। তিনটি কিস্তিতে ১৫,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন ওই কর্মীরা।

   

তবে অর্থমন্ত্রী জানিয়েছেন, মাসে ১ লক্ষ টাকা বেতন যাদের, তারাই এই সুবিধা পাওয়ার যোগ্য কেবলমাত্র। সরকারের এই সিদ্ধান্তে দেশের ২.১ লক্ষ যুবক-যুবতী উপকৃত হবেন বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি যে সব সংস্থা অতিরিক্ত কর্মসংস্থান তৈরি করবে EPFO ভর্তুকি বাবদ দু’বছরের জন্য মাসিক ৩ হাজার টাকা পাবেন তারা।

এদিকে কর্মসংস্থানের জন্য, কর্মচারীদের জন্য তিনটি বিশেষ প্রকল্পের ঘোষণা সীতারামনের। বাজেটে জানানো হয়েছে, ‘এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ’-র (প্রধানমন্ত্রীর প্যাকেজ) আওতায় তিনটি প্রকল্প চালু করা হচ্ছে। প্রথম প্রকল্প- ফার্স্ট টাইমারস, দ্বিতীয় প্রকল্প- উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি এবং তৃতীয় প্রকল্প হল কোম্পানিকে সহায়তা প্রদান।

Union Budget 2024-25

আরও পড়ুন: ‘পর্ষদের গাফিলতি..,’ TET নিয়ে নয়া মামলা হাইকোর্টে, এবার বিরাট নির্দেশ জাস্টিস সিনহার

উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থানকে আরও চাঙ্গা করতে চাকরির প্রথম ৪ বছরে বিশেষ ইনসেনটিভের ঘোষণা করা হয়েছে বাজেটে (Union Budget 2024)। জানিয়ে রাখি, ইপিএফও কন্ট্রিবিউশনের ভিত্তিতে কর্মচারী এবং কোম্পানিকে সেই ইনসেনটিভ দেওয়া হবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রতি অতিরিক্ত কর্মী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাকে প্রথম দু’বছর EPFO বাবদ মাসে যে টাকা দিতে হয় তার একাংশ ফিরিয়ে দেওয়া হবে। প্ৰতি মাসে ৩০০০ টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। একাধিক প্রতিকূলতার মাঝে এই নিয়ে টানা সপ্তমবার ঐতিহাসিক বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর