নাগরিকত্ব আইনের সমর্থনে সোমবার নাড্ডার নেতৃত্বে মহামিছিল বিজেপির

বাংলা হান্ট ডেস্ক : এত দিন অবধি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মিছিল প্রতিবাদ মিছিল প্রতিবাদ জনসভা হয়েছে। পশ্চিমবঙ্গে শহর কলকাতার কখনও পার্ক সার্কাস রোডে আবার কখনও রানি রাসমণি রোডে প্রতিবাদ সভা করে কেন্দ্রীয় সরকারের এই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আবার কখনও কখনও রাজ্যের অন্যান্য প্রান্তে দেখা গিয়েছে বিক্ষোভ কিন্তু তাতে ছেড়ে দেয়ার পাত্র নয় বিজেপি তাই তো এবার নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনেই মাঠে নামতে চলেছে বিজেপি।

এমনিতেই শনিবার শহরের দুই প্রান্ত থেকে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে মিছিলে হেঁটেছেন বিজেপি সমর্থকরা তবে এবার সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন যাত্রার মধ্য দিয়ে মহামিছিল করবে রাজ্য বিজেপি কর্মী সমর্থকরা। আর এই মিছিলে নেতৃত্ব দেবেন বিজেপি র সর্বভারতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা।CAA Kolkata 1200

   

জানা গিয়েছে সোমবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শ্যামবাজার অবধি এই মিছিল হবে এবং মিছিলে পা মেলাবেন হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি মঙ্গলবার শিলিগুড়িতে এই আইনের সমর্থনে একটি মিছিল করতে চলেছে বিজেপি, যেখানে উপস্থিত থাকবেন বিজেপির সমস্যা দলীয় শীর্ষ নেতৃত্বরা। এত দিন অবধি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এত ঝামেলা হল এ সবের থেকে কিন্তু খানিকটা দূরেই ছিল বিজেপি, বিশেষ ভাবে মুখ খোলেননি।

অন্যদিকে শনিবার ভিআইপি রোডের কৈখালি থেকে একটি মিছিল ডেকেছিল বিজেপি, কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে চল্লিশ ফুটের একটি তেরঙা পতাকা নিয়ে মিছিল হলদিরামের কাছে যেতে না যেতেই আটকে যায় পুলিশ আর সেখানেই থমকে যায় তাঁদের মিছিল।

সম্পর্কিত খবর