গঙ্গা দূষণ রোধ করতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র, প্রতিমা বিসর্জনে কড়া নির্দেশিকা জারি

বাংলা হান্ট ডেস্ক : বঙ্গে উত্সবের মরসুম শুরু হয়েছে, আজ বাঙালির শ্রেষ্ঠ উত্সব দুর্গাপূজার পঞ্চমী৷ আর পঞ্চমীর দিনেই দুর্গা বিসর্জন নিয়ে বিতর্ক তৈরি হল৷ গঙ্গাদূষণ রোধ করতে এবার আর গঙ্গায় প্রতিমা বিসর্জন করা যাবে না কেন্দ্রের তরফ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে৷ শুধু গঙ্গায় নয় অন্য কোনও নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া যাবে না বলে কড়া করে ভাবে জানিয়ে দিয়েছে ৷ শুধুমাত্র দুর্গা প্রতিমাই নয় কালী পুজো ছট পুজো বা সরস্বতী পুজোর পর প্রতিমা নদীতে বিসর্জন দেওয়া যাবে না বলে পনেরোটি তথ্য সম্বলিত একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্র৷maxresdefault 2

তাই কেন্দ্রের নীতি এবং নিয়মকে অমান্য করলে সংশ্লিষ্ট ক্লাব বা কর্তৃপক্ষকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হবে বলেও জানানো হয়েছে৷ ইতিমধ্যে গঙ্গা তীরবর্তী এগারোটি রাজ্যকে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার পক্ষ থেকে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে৷ তাই প্রতিমা কোথায় বিসর্জন করা হবে? চিন্তার ভাঁজ আম বাঙালির কপালে৷ যদিও এটা প্রথমবার নয়, এর আগেও কেন্দ্র গঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে বাধ সেধেছিল তবে চলতি বছরে গঙ্গা দূষণ ইস্যুতে একটি বৈঠক করে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এবং সেখানেই গঙ্গা সহ অন্যান্য নদীতে প্রতিমা বিসর্জন করলেই দূষণ তৈরি হয় বলে তথ্য উঠে আসে৷

তাই গঙ্গা তীরবর্তী এগারোটি রাজ্য অর্থাত্ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলিকে সতর্কতা বার্তা দেওয়া হয়েছে৷ আসলে প্রতিমা বিসর্জনের পর প্রতিমার মূর্তি থেকে যে সমস্ত ফুল মালা এবং প্রতিমার সানিক রং গঙ্গার জলে মেশে বা নদীর জলে মেশে তাতে জল দূষিত হচ্ছে, তাই পরিবেশ রক্ষা আইনের 5 নম্বর ধারা অনুযায়ী এই নির্দেশিকা পাঠানো হয়েছে৷ তাই ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা সংস্থাটিকে সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে বিসর্জনের পরবর্তী অবস্থা সম্পর্কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে, যদি নির্দেশ অমান্য করা হয় সে ক্ষেত্রে জরিমানা করার কথাও জানানো হয়েছে৷

সম্পর্কিত খবর