ভুলে যান লোকাল ট্রেন, আসছে বন্দে ভারত মেট্রো! এই অত্যাধুনিক সুবিধাগুলি দেবে রেল

   

বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্ক ব্যবস্থা ভারতে রয়েছে। প্রতিনিয়ত ভারতীয় রেল নিজেদের আরো আধুনিক করে তোলার চেষ্টা চালাচ্ছে। এই আধুনিকতার অন্যতম একটি উদাহরণ হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস। নিরাপত্তা থেকে যাত্রী স্বাচ্ছন্দ, সবদিক থেকেই এই ট্রেন অন্যদের থেকে অনেকটাই এগিয়ে।

ইতিমধ্যেই দেশের ১৮টি রুটে চলতে শুরু করে দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। তবে সূত্রের খবর, এবার ট্র্যাকে নামতে চলেছে বন্দে ভারত মেট্রো। এক শহর থেকে অন্য শহরের মধ্যে বন্দে ভারত মেট্রো চলাচল করবে। ইতিমধ্যেই মুম্বাইয়ে এই ট্রেন চালানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রেল (Indian Railways)।

পাশাপাশি জানা যাচ্ছে একটি বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro) চলতে পারে বাংলাতেও। লোকাল ট্রেনের বদলে এই বন্দে ভারত মেট্রো চলাচল করবে। বন্দে ভারত মেট্রো ফিচারসগুলি সত্যিই তাক লাগানো। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বন্দে ভারত মেট্রোতে কী কী সুবিধা থাকছে।

vande bharat

• ভেস্টিবিউল হবে ট্রেনের বগিগুলি। অটোমেটিক দরজা থাকবে এতে।
• থাকবে না ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাসের বিভাজন।
• ট্রেনের একদম শেষ দিকে থাকবে ভেন্ডার বা জিনিস রাখার জায়গা। সেই অংশটিতেও থাকবে এসি।
• যাত্রীদের জন্য থাকবে আরামদায়ক বসার জায়গা।
• এখনকার ট্রেনগুলির মতোই আলাদা লেডিস কামরা থাকবে বন্দে ভারত মেট্রোয়।
• অত্যাধুনিক ডিজিটাল সিস্টেম থাকবে প্রতিটি বগিতে।
• সিসিটিভি ক্যামেরা, অ্যালার্ম ব্যবস্থা, জিপিএস ইত্যাদি থাকবে প্রতিটি কামরায়।
• ট্রেনের মধ্যে থাকবে অগ্নি নির্বাপন ব্যবস্থা।
• ঘন্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতিবেগে চলতে পারবে এই ট্রেন।
• যাত্রীদের জন্য কামরায় লাগানো থাকবে স্মার্ট এসি।
• ব্যাটারি ব্যাকআপ যুক্ত কামরায় থাকবে ল্যাপটপ, মোবাইল চার্জ দেওয়ার জায়গা।
• এছাড়াও এমার্জেন্সি টক ব্যাক সিস্টেম থাকবে বন্দে ভারত মেট্রোর কামরাগুলিতে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর