বিপাকে সৌরভ, আচমকাই করা হলো তার জমি দখলের চেষ্টা! ঘটনার তদন্তে মহেশতলার পুলিশ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে যে অরাজকতার পরিবেশ চলছে তাতে একটা জমি দখলের ঘটনা কোনও বাড়তি উদ্বেগ তৈরি করে না মানুষের মনে। প্রত্যেকের আশেপাশেই প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে চলছে এবং মানুষ তার সাধ্যমত চেষ্টা করছে এই জাতীয় সমস্যা এড়িয়ে চলার। কিন্তু আপনার নাম যদি হয় সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)এবং তার পরেও আপনার সঙ্গে ঘটে জমি দখলের চেষ্টা তাহলে সেই খবর যে বেশ কিছুটা আশ্চর্যজনক, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলা এলাকায়। সৌরভের আপ্তসহায়কের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে যে পাঁচিল ঘেরা সৌরভের ওই জমির তালা ভেঙে ঢোকার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। মহেশতলা থানার পুলিশ ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে।

তদন্ত চলাকালীন সুপ্রিয় ভৌমিক নামের ওই অভিযুক্তকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু অভিযুক্ত ব্যক্তি তার প্রশ্নোত্তর পর্বে যে জবাব দিয়েছেন তাতে ব্যাপারটা আরও প্যাঁচালো হয়ে গিয়েছে। তিনি জানান যে ওই যমের আশেপাশে ওই জমিনের নিরাপত্তা রক্ষীকে কিছু দুষ্কর্ম করতে বাধা দিয়েছিলেন বলে তার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

যদিও সৌরভের জমির নিরাপত্তারক্ষী সেই দাবি উড়িয়ে দিয়েছেন। এমনকি ওইদিনই থানায় অভিযোগ জানানোর পর তার কাছে হুমকি ফোন এসেছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। তার জবাবে সুপ্রিয় জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে ওই জমিতে বেশ কয়েকজনের আড্ডা দিয়ে অসামাজিক কিছু কাজকর্ম করার চেষ্টা করেন যে ব্যাপারে মদত রয়েছে ওই নিরাপত্তারক্ষীর। তিনি দাবি করেছেন যে তাদের ওই কার্যকলাপ থামানোর জন্য যে পথটা বেঁধে ছিল তার জেরে ওই জমির গেটের তালা ভেঙেছে। নিজের এই দাবির প্রমাণও তার কাছে রয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে এই ব্যাপারটি নিজের নিরাপত্তারক্ষীর সুবিধা করে নিতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বাটানগরে নিজের ওই জমিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি স্কুল বানাবার ইচ্ছা। আপাতত তিনি ইংল্যান্ডে নিজের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে নিজের মেয়ে সানার কাছে সময় কাটাচ্ছেন। এই ব্যাপারে তার কোন প্রতিক্রিয়া এখনো অবধি পাওয়া যায়নি। দেশে ফেরার পরই তাকে ব্যস্ত হয়ে পড়তে হবে ত্রিপুরা সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের কাজে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর