‘আমার নামে বলতে গিয়েছিল… সুপ্রিম কোর্টে দু’গালে থাবড়া খেয়েছে’! SSC মামলার শুনানি নিয়ে বিস্ফোরক অভিজিৎ

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার এসএসসি মামলার (SSC Recruitment Scam) শুনানি ছিল সুপ্রিম কোর্টে। গতকাল শুনানি চলাকালীন শীর্ষ আদালতে একাধিকবার উঠে আসে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) নাম। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। এজলাস ছেড়ে তিনি হাজির হয়েছেন জনতার দরবারে। এবার সেই অভিজিৎই এসএসসি মামলা শুনানিতে সুপ্রিম কোর্টে বারবার তাঁর নাম উঠে আসা প্রসঙ্গে মুখ খুললেন।

গতকাল শীর্ষ আদালতে (Supreme Court) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এসএসসি মামলার শুনানি চলছিল। তখনই বেশ কয়েকবার অভিজিতের নাম উঠে আসে। সুপার নিউমেরারিতে সিবিআই তদন্তের নির্দেশের বিরোধিতা করার সময় রাজ্যের তরফ থেকে বলা হয় কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি এই নির্দেশ দিয়েছিলেন।

এরপর চাকরিহারাদের আইনজীবীর কথাতেও উঠে আসে অভিজিতের প্রসঙ্গ। তিনি প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানান। সেই সময়ই আইনজীবীকে থামিয়ে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলে, ‘আমরা মনে হয় মূল বিষয় থেকে সরে আসছি’। একইসঙ্গে জানায়, এখানে তারা প্রাক্তন বিচারপতির স্ক্রুটিনি করতে বসেননি। এবার এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ নিজে।

আরও পড়ুনঃ অভিজিৎ, দেবাংশু নাকি সায়ন, সম্পত্তির নিরিখে এগিয়ে তমলুকের কোন প্রার্থী? সবচেয়ে বড়লোক কে?

এসএসসি মামলার শুনানি হয়ে যাওয়ার পর অভিজিৎ বলেন, ‘ওনারা আমার নাম করে বলতে গিয়েছিলেন… জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন, উনি এখন বিজেপির অংশ। ওনাদের মুখের ওপর প্রধান বিচারপতি সপাটে বলেছেন, এটা কোনও কাদা ছোঁড়াছুড়ির জায়গা নয়। এখানে কাদা ছুঁড়বেন না। এতে ওনারা (তৃণমূল) খুব দুঃখ পেয়েছে। আমার নামে বলতে পারল না। আমিই এই চোরগুলোকে ধরা শুরু করেছিলাম’।

Abhijit Gangopadhyay

উল্লেখ্য, বিচারপতি পদে আসীন থাকাকালীন নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক উল্লেখযোগ্য রায় দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শোনা যায়, চাকরিজীবীদের একাংশের কাছে হয়ে উঠেছিলেন ‘মসিহা’র মতো। তবে বর্তমানে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি। চব্বিশের লোকসভা নির্বাচনে তমলুক থেকে তাঁকে দাঁড় করিয়েছে বিজেপি শিবির।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর