ফিরে এল দশমীর আতঙ্ক, মাল নদীতে ফের হড়পা বানে জলের তলায় গেলো রাস্তা ও সেতু

বাংলাহান্ট ডেস্ক : দশমীর রাতের কথা এখনো ভোলেননি মাল বাজারে এলাকার মানুষ। মাল নদীতে হড়পা বানে সেদিন মৃত্যু হয়েছিল ৮ জনের। সেই স্মৃতি মলিন হতে না হতেই ফের একবার হড়পা বানের সাক্ষী থাকলো এলাকার মানুষ। গত শনিবার রাতের এই ঘটনায় হতাহতের কোন খবর না থাকলেও ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও সেতু।

বেশ কিছুদিন ধরেই সারা উত্তরবঙ্গ জুড়ে চলছে বৃষ্টির দাপট। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টির সম্মুখীন হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলি। এই বিরামহীন বৃষ্টির ফলে বৃদ্ধি পাচ্ছে পাহাড়ি নদীগুলিতে জলস্তর। এই বৃষ্টিপাতের মধ্যেই মাল নদীতে ফের একবার দেখা দিল হড়পা বান।

মাল নদীর পাশাপাশি কালিম্পংয়ের গরুবাথানের চেলখোলাতেও হড়পা বান হয়েছে। বানের জল ঢুকে যাওয়ার ফলে বিপর্যস্ত অবস্থা হয়েছে চেলখোলার। বহু দোকান ভেঙে যাওয়ার পাশাপাশি জলের তলায় চলে গিয়েছে রাস্তাঘাট। প্রসঙ্গত, এই মাল নদীতেই বিসর্জন চলাকালীন গত ৫ ই অক্টোবর হড়পা বানে প্রাণ যায় ৮ জনের। আহত হয়েছিলেন প্রায় ১৩ জন। অভিযোগ উঠেছিল প্রতিমা বিসর্জনের জন্য মাল নদীতে কৃত্রিমভাবে বাঁধ দেওয়া হয়েছিল।

north bengal flood 1200

যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়ে জেলাশাসক জানান,”নদীতে কোনরকম কৃত্রিম বাঁধ দেওয়া হয়নি। পুরসভা বিসর্জনের জন্য চ্যানেল প্যাকিং করেছিল।” পাশাপাশি এই ঘটনার জন্য জেলা শাসক বৃষ্টিপাতকে দায়ী করেছেন। আগামী দিনে বড় দুর্ঘটনা এড়ানোর জন্য জেলা প্রশাসন চাইছে বৃষ্টির তথ্য দ্রুত হাতে পাওয়ার।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর