এবি ডিভিলিয়ার্সকে IPL-এ কিছুই করেননি! ফের নিজের মন্তব্যের কারণে শিরোনামে গৌতম গম্ভীর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের বিস্ফোরক মন্তব্য গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। বিতর্কিত মন্তব্য করে শিরোনামে আসাটা প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স (KKR) অধিনায়কের পুরনো অভ্যাস। নিজের মনে যা আছে সেটা কোনও রাখ-ঢাক না রেখে প্রকাশ করার অভ্যাসের জন্য তিনি বহুদিন ধরেই পরিচিত। অতীতে মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni), বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে একাধিক চাঞ্চল্যকর মন্তব্য করে তিনি সকলকে চমকে দিয়েছিলেন। সম্প্রতি তার আক্রমণের নতুন নিশানা হয়েছেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)।

দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন অধিনায়ক এবং কিংবদন্তি গোটা বিশ্বের কাছে সমাদৃত এবং অত্যন্ত লোকপ্রিয় ক্রিকেটার। টিকিটের তিন ফরম্যাটেই নিজের যোগ্যতার প্রমাণ দেওয়া এবি ডিভিলিয়ার্স দীর্ঘদিন ভারতের মাটিতে আইপিএল খেলেছেন। কিন্তু তাকে একজন বড় ক্রিকেটার হিসেবে দেখতে নারাজ গৌতম গম্ভীর। নিজের এই ধারণার পেছনে অদ্ভুত একটি যুক্তি দিয়েছেন তিনি।

   

গম্ভীর সম্প্রতি একটি অনুষ্ঠানে মন্তব্য করেছেন, “ব্যক্তিগত রেকর্ড ছাড়া আইপিএলে এবি ডিভিলিয়ার্স বলার মত উল্লেখযোগ্য কোনো কীর্তি করেননি। উনি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলতেন এবং যদি আমরা ফুটিয়ে দেখি তাহলে বুঝতে পারবো যে চিন্নাস্বামী স্টেডিয়ামে রান করাটা কোনও বড় ব্যাপার নয়।” এমন মন্তব্যের পর নেটিজেনদের তীব্র আক্রমণের মুখে পড়েছেন গম্ভীর।

gautam gambhir

গৌতম গম্ভীর নিজে ব্যাঙ্গালোরের এই স্টেডিয়ামে ১১টি ম্যাচ খেলেছেন এবং ৩০.০২ গড়ে ১২৬.৩৬ স্ট্রাইক রেটে ৩০২ রান করেছেন। অপরদিকে এবি ডিভিলিয়ার্স আইপিএল কেরিয়ারে প্রথমে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেললেও পরবর্তীতে দীর্ঘদিন ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অংশ ছিলেন এবং তাদের হয়ে হোম স্টেডিয়ামে ৬১টি ম্যাচ খেলেছেন। ১৬১.১৮ স্ট্রাইক রেটে তিনি মোট ১৯৬০ রান করেছেন। দুজনের পরিসংখ্যানে তুলনামূলক আলোচনা করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই গম্ভীর খেয়ে ব্যঙ্গ করেছেন।

কিছুদিন আগেই আইপিএলের সম্প্রচারকারীদের তরফ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে এবি ডিভিলিয়ার্সকে আইপিএলের ইতিহাসের সেরা ব্যাটার বলে অভিহিত করা হয়েছে। ১৭০ আইপিএল ম্যাচে ১৫১.৬৯ স্ট্রাইক রেটে ৫১৬২ রান করেছেন তিনি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর