সবথেকে বিপজ্জনক এই ভারতীয় বোলার! বুমরার বদলে অন্য কাউকে বাছলেন গম্ভীর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কেপটাউনে চলছে ভারত-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টেস্ট সিরিজের নির্ণায়ক ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এবার ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর ভারতের বোলারদের মধ্যে থেকে সবচেয়ে বিপজ্জনক বোলার কে, সেই নিয়ে নিজস্ব মতামত দিলেন। আশ্চর্যজনকভাবে, তিনি যশপ্রীত বুমরার নাম নেননি, তিনি নাম নিয়েছেন ভারতীয় দলের হয়ে চলতি সিরিজের সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী বোলার মহম্মদ শামি।

যশপ্রীত বুমরার পরিবর্তে, তিনি ভারতের মহম্মদ শামিকে ভারতের সবচেয়ে বিপজ্জনক বোলার হিসাবে কেন বেছে নিয়েছেন সেই কারণও বর্ণনা করেছেন তিনি। চলতি ম্যাচে বুমরা নিয়েছেন ৫ উইকেট। কিন্তু গম্ভীর একটি শোতে দাবি করেছেন মহম্মদ শামি সারা দিন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের জন্য বিপদ তৈরি করে গিয়েছিলেন। তার লাইন এবং লেংথ আশ্চর্যরকম নিখুঁত। তিনি ব্যাটসম্যানদের কাজটা কঠিন করে তোলেন বলে বাকি বোলারদের উইকেট পাওয়ার রাস্তা তৈরি হয়।

   
Shami and Bumrah
Shami and Bumrah

গত কয়েক বছরে, মহম্মদ শামি নিজেকে ম্যাচ উইনার হিসাবে প্রমাণ করেছেন। তার সুইং বোলিংয়ে ব্যাটসম্যানদের জন্য সমস্যা তৈরি করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন শামি। একই সময়ে, ভারতীয় দলে যখন তৃতীয় টেস্ট ম্যাচে কঠিন পরিস্থিতির মধ্যে ছিল, তখন শামি তিন বলে দুই উইকেট নিয়ে ম্যাচে ভারতকে ফেরান। তাই গৌতম গম্ভীরের দাবি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।

চলতি টেস্ট ম্যাচ এই মুহূর্তে খুব উত্তেজক অবস্থায় দাঁড়িয়ে। ভারত তৃতীয় দিন সকালে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে দ্রুত ফিরে গেলেও কোহলি এবং পন্থ লড়ছেন। কোহলি যতটা রক্ষণাত্মক রিশভ পন্থ ততটাই আক্রমণাত্মক। ভারত বড় লিড পেলে বুমরা এবং শামি দুজনকেই সমান প্রয়োজন হবে ভারতের।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর