ফের বিরাট ধাক্কা! বিশ্ব ধনীদের তালিকায় অনেকখানিই পিছিয়ে গেলেন গৌতম আদানি

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি মোট সম্পদের বিচারে বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি (Gautam Adani)। পাশাপাশি, এশিয়ার প্রথম বিলিয়নেয়ার হিসেবে এই বিরল কৃতিত্বের অর্জন করেন তিনি। তবে, এবার তাঁর মোট সম্পদে পতন পরিলক্ষিত হয়েছে। শুধু তাই নয়, ধনী ব্যক্তিদের তালিকায় বেশ খানিকটা নিচেও নেমে গিয়েছেন আদানি।

মূলত, অর্থনৈতিক মন্দার কবলে পড়ার সম্ভাব্য বিপদের আশঙ্কায় আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সম্পদেও দেশীয় শেয়ারের পতনের প্রভাব পড়েছে। এমতাবস্থায়, বিশ্বের শ্রেষ্ঠ কোটিপতিদের তালিকায় এখন তিনি দ্বিতীয় থেকে চতুর্থ স্থানে নেমে এসেছেন। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ারস-এর তালিকা অনুযায়ী, বর্তমানে আদানির আগে রয়েছেন জেফ বেজোস, বার্নার্ড আর্নল্ট এবং ইলন মাস্কের মত ধনকুবেররা।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার ভারতীয় শেয়ার বাজারের পতন এবং মার্কিন স্টক মার্কেটে উত্থানের কারণে বিলিয়নেয়ার তালিকায় পিছিয়ে পড়েন আদানি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বুধবার, দেশীয় স্টক মার্কেটের প্রধান সূচক সেনসেক্স ৫০৯ পয়েন্ট পতনের সাথে গত দু’মাসের মধ্যে ৫৬,৫৯৮ পয়েন্ট নিয়ে সর্বনিম্ন স্তরে বন্ধ হয়ে যায়। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি ১৪৯ পয়েন্ট কমে ১৬৮৫৮.৬০-তে নেমে আসে। যেখানে, আমেরিকার প্রধান সংবেদনশীল সূচক ডাও জোন্স ১.৮৮ শতাংশ বা ৫৪৮ পয়েন্ট বেড়ে ২৯,৬৮৩-তে বন্ধ হয়েছে।

আদানি গ্রুপের শেয়ারে ক্রমশ ঘটছে পতন: গত বুধবার, আদানি গ্রুপ, আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্ট, আদানি পাওয়ার, আদানি উইলমার, আদানি গ্রিনের শেয়ার বড় পতনের সাথে বন্ধ হয়েছে। পাশাপাশি, ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ারস তালিকা অনুযায়ী শীর্ষ ১০ ধনী ব্যক্তিদের মধ্যে আদানিই একমাত্র ধনকুবের যাঁর এক ধাক্কায় ১.৮৫ বিলিয়ন ডলারের সম্পদ কমেছে।

Adani1 20170111 350 630 570 850

শীর্ষে রয়েছেন ইলন মাস্ক: ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ারস সূচক অনুযায়ী, আপাতত আদানির মোট সম্পদ হল ১৩৬.৫ বিলিয়ন ডলার। যেখানে ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্টের মোট সম্পদ হল ১৪৯.৪ বিলিয়ন ডলার। তিনি এই তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে। অপরদিকে, অ্যামাজনের জেফ বেজোস রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর মোট সম্পদ হল ১৪১.৪ বিলিয়ন ডলার। এদিকে, এই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন ইলন মাস্ক। তিনি শুধুমাত্র গত বুধবারই ৩.৪ বিলিয়ন ডলার আয় করেছেন। আপাতত, তাঁর মোট সম্পদের পরিমান হল ২৬৩.২ বিলিয়ন ডলার।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর