বাংলায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগের ঘোষণা গৌতম আদানির, হবে ২৫ হাজার কর্মসংস্থান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বেশিদিন নয়, মাত্র কয়েক মাস আগেই নবান্নে শিল্পপতিদের সঙ্গে একটি আলোচনাসভা অনুষ্ঠিত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন সেই বৈঠকের অংশ ছিলেন আদানি গ্রুপের নব্য প্রজন্মের মুখ করণ আদানি। মমতা ব্যানার্জি সেদিন করণ আদানিকে অনুরোধ করেছিলেন যাতে আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে তিনি তার বাবাকে গৌতম আদানিকে নিয়ে আসেন। করণ প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ছেলের দেওয়া প্রতিশ্রুতি পালনও করলেন তার বাবা।

আজ ২০শে এপ্রিল থেকে কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন গৌতম আদানি। শুধু উপস্থিত থাকাই নয়, তিনি মঞ্চ থেকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ২০৩০ সালের মধ্যে বাংলায় আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তাঁর সংস্থা। এর ফলে কর্মসংস্থান জুটবে প্রায় ২৫ হাজার ছেলেমেয়ের। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরকে বাংলার বীরাঙ্গনাদের সাথে তুলনা করে তার জনপ্রিয়তা এবং প্রশাসনিক দক্ষতারও প্রশংসা করেছেন গৌতম আদানি।

বিনিয়োগের ব্যাপারে আদানি বলেছেন যে, তার বাংলায় বিশ্বমানের কিছু পরিকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। একটি ডেটা সেন্টার বাংলার মাটিতে তৈরি করতে চান তিনি। সেই সঙ্গে বঙ্গোপসাগরের তলা দিয়ে কেবল বসানোর ব্যাপারেও তার কিছু পরিকল্পনা রয়েছে তাঁর। তবে বিষয়টি সময়সাপেক্ষ। তারই মধ্যে বিভিন্ন ওয়্যারহাউজ, লজিস্টিক্স পার্ক তৈরির ভাবনা রয়েছে আদানি গ্রুপের।

গৌতম আদানি আরও বলেন, বাংলায় আদানি উইলমার গ্রুপ তথা ফরচুন (সরষের তেল ইত্যাদি) এখন ঘরে ঘরে পরিচিত নাম। সেই শিল্প সংক্রান্ত উৎপাদনও বাংলায় বাড়াতে চাইছেন তাঁরা।

বাংলায় তার আদানি উইলমার গ্রূপের ফরচুন তেলের জনপ্রিয়তা সম্পর্কেও ওয়াকিবহাল গৌতম আদানি। তাই এখানে বিনিয়োগ করে তার লোকসান হবে না সেই নিয়ে তিনি নিশ্চিত। যদি শেষপর্যন্ত তিনি এবং তার গ্রূপ বিনিয়োগ করে বাংলায় তাহলে বেকার সমস্যার আংশিক সমাধান হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।


Reetabrata Deb

সম্পর্কিত খবর