পাকিস্তানের কোনও কিছুই ঠিক নেই, কোহলির থেকে এগিয়ে কি ভাবে! মন্তব্য প্রাক্তন ভারতীয় তারকার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (Pakistan vs South Africa) ম্যাচ খেলতে নেমেছিলেন বাবর আজমরা (Babar Azam)। সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে কার্যত বিদায় নিয়েছে পাকিস্তান (Pakistan Cricket Team)। যদিও তাদের টুর্নামেন্টের শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। পরপর দুই ম্যাচ জিতে সেমিফাইনালে দৌড়ে কিছুটা এগিয়ে ছিল তারা। কিন্তু আহমেদাবাদে তারা মুখোমুখি হয়েছিল ভারতীয় দলের (Indian Cricket Team)। আর বিরাট কোহলিদের (Virat Kohli) কাছে সেই ম্যাচ হারার পর থেকেই পাকিস্তানের অবনতি শুরু হয়।

keshav pakistan

ভারতের পর অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার কাছে হেরে প্রায় সব আশাই শেষ হয়ে গিয়েছে বাবর আজমদের। খাতায় কলমে হয়তো নিজেদের শেষ তিনটি ম্যাচ জিততে পারলে এখনও সেমিফাইনালে আশা বেঁচে থাকবে। কিন্তু সেক্ষেত্রে বাকি দলগুলোর ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হবে।

কালকের হারের পর পাকিস্তানের চূড়ান্ত সমালোচনা করেছেন গৌতম গম্ভীর। প্রাক্তন ভারতীয় ওপেনের জানিয়েছেন যে পাকিস্তান দলটা এই মুহূর্তে তৈরি নয় বাকি দলগুলির সঙ্গে লড়াই করার জন্য। কোনও একটি নির্দিষ্ট বিভাগ নয়, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগের ব্যর্থতার কারণেই আজ পাকিস্তানের এই অবস্থা বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: কোহলি শতরান করলে ভারত বিশ্বকাপ জিতবে না! বিস্ফোরক গৌতম গম্ভীর

তার এই মতামতকে সমর্থন করেছেন মহম্মদ কাইফ। তিনি জানিয়েছেন যে মাঠে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে পাকিস্তান ক্রিকেট দল শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত নয়। তাদের নিজেদের নিয়ে নতুন করে ভেবে দেখার সময় উপস্থিত হয়েছে বলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন।

আরও পড়ুন: এই একটা কাজ করলে বিশ্বকাপ উঠবে রোহিতের ভারতীয় দলের হাতেই! পরামর্শ ধোনির

তার পাশাপাশি তিনি বিরাট কোহলি এবং বাবর আজমের মধ্যে লোকে কেন তুলনা টানে সেই নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন। বিরাট কোহলি বড় মঞ্চ একের পর এক দুর্দান্ত পারফরম‍্যান্স করে দলকে জেতাচ্ছেন এবং বাবর আজম ধারাবাহিকভাবে আইসিসি ইভেন্টগুলিতে ফ্লপ। আইসিসি ওডিআই রেংকিংয়ে তিনি কি করে শীর্ষস্থানে রয়েছে এবং কোহলির থেকে এগিয়ে রয়েছেন তা নিয়েও বিষয় প্রকাশ করেছেন কাইফ।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর