হার্দিক নাকি সূর্যকুমার? ভারতের T20 দলের অধিনায়ক হিসেবে কাকে বাছলেন গম্ভীর? জানালেন সিদ্ধান্ত

বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) দুর্দান্ত জয় হাসিলের পর আন্তর্জাতিক T20-কে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। যিনি T20 ফর্ম্যাটে ভারতের অধিনায়ক ছিলেন। এদিকে, রোহিতের পর T20 ফর্ম্যাটের জন্য নতুন অধিনায়ক খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে, ODI এবং টেস্টে রোহিত শর্মা অধিনায়ক থাকলেও অনুমান করা হচ্ছে যে ভারতের T20 দলের জন্য অধিনায়ক হতে পারেন হার্দিক পান্ডিয়া অথবা সূর্যকুমার যাদব। এদিকে এটাও জানা গিয়েছে যে, শ্রীলঙ্কার বিরুদ্ধে হতে চলা T20 সিরিজের জন্য দল ঘোষণা করার পরিপ্রেক্ষিতে নির্বাচক কমিটির নতুন বৈঠকে অধিনায়ক হিসেবে সূর্যকুমারের নামকে ঘিরে তুমুল আলোচনা হয়েছে।

কে হবেন টিম ইন্ডিয়ার (India National Cricket Team) T20 দলের অধিনায়ক:

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে হার্দিক পান্ডিয়াকে রোহিত শর্মার উত্তরাধিকারী হিসাবে দেখা হলেও এখন বেশ কয়েকটি কারণে এই ভাবনায় পরিবর্তন এসেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে হার্দিকের পারফরম্যান্স হতাশাজনক ছিল এবং নির্বাচকরা তাঁকে তাঁর পছন্দের সিরিজ বেছে নিতে দেওয়ার মুডে নেই। সম্প্রতি জানা গিয়েছিল যে হার্দিক BCCI-র কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে শ্রীলঙ্কায় ODI ম্যাচ খেলতে না চাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। এমতাবস্থায়, সামগ্রিক বিষয়ের বিবেচনায় টিম ইন্ডিয়ার (India National Cricket Team) অধিনায়ক হওয়ার দৌড়ে হার্দিকের চেয়ে সূর্যকুমার যাদব এগিয়ে রয়েছেন বলে মনে করছেন অনেকে।

   

Gautam Gambhir choose the captain of the T20 team of India National Cricket Team.

এদিকে, গৌতম গম্ভীর গত মঙ্গলবার সন্ধ্যায় BCCI আধিকারিক এবং নির্বাচক কমিটির সাথে আগামী দিনের পরিকল্পনার বিষয়ে একটি আলোচনা সেরেছেন বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, ওই বৈঠকে রোহিতের জায়গায় সূর্যকুমারকে অধিনায়ক করার বিষয়ে আলোচনা হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে, গম্ভীর সরাসরি সূর্যকুমারের নাম করেননি। তবে তিনি স্পষ্ট করেছেন যে, ভারতীয় দলে (India National Cricket Team) তিনি এমন একজন অধিনায়ককে পছন্দ করবেন যাঁর কাজের পরিকল্পনা উদ্বেগের বিষয় না হয়ে ওঠে।

আরও পড়ুন: আপনার এলাকায় কি রয়েছে BSNL-এর নেটওয়ার্ক? ১ মিনিটে নিন জেনে, শুধু করতে হবে এই কাজটি

BCCI-এর এক আধিকারিক হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, “যদিও গম্ভীর সরাসরি সূর্যকুমারের নাম করেননি, তবে তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে, দলে (India National Cricket Team) তিনি এমন একজন অধিনায়কের সাথে কাজ করতে চান যাঁর কাজ তাঁর জন্য বাধা হয়ে দাঁড়ায় না।”

আরও পড়ুন: বিদ্যুতের বিল নিয়ে বড় সিদ্ধান্ত! ক্ষতিগ্রস্ত হবে কয়েক কোটি মানুষ, নয়া পরিকল্পনা সরকারের

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নির্বাচক কমিটিতে হার্দিক পান্ডিয়াকে ঘিরে বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ বলছেন যে হার্দিক বিশ্বকাপজয়ী দলের (India National Cricket Team) সহ-অধিনায়ক ছিলেন এবং IPL-এ খারাপ পারফরম্যান্স থাকলেও পরে বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স ভালো ছিল। যার কারণে তাঁকে অধিনায়ক করা যেতে পারে। যদিও, হার্দিকের চোট একটি চিন্তার বিষয়। প্রায় ৬ মাস চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। ২০২৩ সালের ODI বিশ্বকাপের সময় তিনি গোড়ালিতে চোট পেয়েছিলেন। এদিকে, হার্দিক মুম্বাই ইন্ডিয়ান্সেরও অধিনায়ক। তাই একটানা খেলার কারণে তাঁর চোট পাওয়ার সম্ভাবনাও বেশি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর