বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল দুর্দান্ত ব্যাটিংয়ের পর অনবদ্য বোলিং করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। ফলস্বরূপ এশিয়া কাপের (2023 Asia Cup) সুপার ফোর পর্যায়ে পাকিস্তানকে ২২৮ রানের ব্যবধানে হারিয়ে ফাইনালে টিকিট পাওয়ার একধাপ কাছে চলে এসেছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। ভারতের দুই ওপেনারের দুর্দান্ত পারফরম্যান্সের পর বিরাট কোহলি (Virat Kohli) এবং লোকেশ রাহুল (KL Rahul) পাদপ্রদীপের আলো কেড়ে নেন অসাধারণ শতরান করে। এরপর পাকিস্তান মিডল অর্ডারকে ধ্বংস করে ভারতের বিশাল বড় জয় নিশ্চিত করেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)।
এই ম্যাচে লোকেশ রাহুলের ইনিংসকে ছাপিয়ে গেছে বিরাট কোহলের ইনিংস। রাহুল ১০৬ বলে ১১১ রান করে অপরাজিত ছিলেন। কিন্তু শেষ ওভারগুলিতে ব্যাট হাতে তাণ্ডব নৃত্য করছিলেন বিরাট কোহলি। ৯৪ বলে ১২২ রান করে তিনি অপরাজিত থাকেন। মেরেছেন একাধিক দৃষ্টিনন্দন শট। ছক্কা মেরে ভারতের ইনিংসের পরিসমাপ্তি ঘটিয়েছিলেন তিনি।
এরপর ম্যাচের সেরার পুরস্কারও দেওয়া হয়েছিল প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। দীর্ঘদিন পর ওডিআই ফরম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করলেন তিনি। তার দুর্দান্ত ব্যাটিং দেখে সন্তুষ্ট সকলে। কিন্তু এমন সময়ও বিরাট কোহলির বিরুদ্ধে আওয়াজ উঁচু করলেন ভারতকে বিশ্বকাপ জেতানো প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর।
আরও পড়ুন: সচিনের সেঞ্চুরি সংখ্যা ছুঁয়ে ফেললেন কোহলি! জানিয়ে দিলেন তিনি ক্লান্ত
বিরাট কোহলিকে ম্যাচের ফেরার পুরস্কার দেওয়ার বিষয়টা মানতে পারছেন না গম্ভীর। তিনি জানিয়ে দিয়েছেন যে তাকে যদি এই পুরস্কার দেওয়ার দায়িত্ব দেওয়া হতো তাহলে বিরাট কোহলির হাতে এই পুরস্কার উঠতো না। তাহলে গম্ভীরের কাছে ম্যাচের সেরা কে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। তিনি জানিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচের বিরাট কোহলির বদলে তিনি কুলদীপ যাদবের হাতে ফেরার পুরস্কার দিতেন।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে খেলা বিরাট কোহলির সেরা ৫টি ইনিংস, একার হাতে জিতিয়েছেন ভারতকে
নিজের মন্তব্যে গৌতম গম্ভীর বলেছেন, “বিরাট আর রাহুল অসাধারণ শতরান করেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। রোহিত আর শুভমানও অসাধারণ ব্যাটিং করেছে। কিন্তু আমার কাছে ম্যাচের সেরা হচ্ছে কুলদীপ যাদব। পাকিস্তানের মতো প্রতিপক্ষ যারা স্পিনটা ভালো খেলতে পারে, তাদের বিরুদ্ধে মাত্র ৮ ওভার বোলিং করে ৫ উইকেট নেওয়াটা মুখের কথা নয়। আমি বুঝতাম যদি এই পারফরম্যান্সটা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের বিরুদ্ধে হতো যারা স্পিন খেলায় অতটা দক্ষ নয়, কিন্তু এক্ষেত্রে আমার মতে কোনরকম সন্দেহ নেই যে ম্যাচের সেরা কুলদীপ।”