বাংলা হান্ট ডেস্কঃ গত রবিবার দিল্লি ক্যাপিটালসের কাছে 18 রানে হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। সেই দিন হারের পরই দীনেশ কার্তিকের অধিনায়কত্ব নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই দীনেশ কার্তিকের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন কারণ সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হারের অন্যতম কারণ হিসেবে দীনেশ কার্তিকের খারাপ অধিনায়কত্বকেই দায়ী করছে অনেকে। কেকেআর সমর্থকদের একাংশ আবার দীনেশ কার্তিককে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ারও দাবি তুলেছেন।
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্স দলকে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়ক গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর সরাসরি জানিয়ে দিলেন যে, আন্দ্রে রাসেল, ইয়ন মর্গ্যানের আগে ব্যাট করতে এসে খুব বড় ভুল করেছে দীনেশ কার্তিক।
এক ক্রিকেটীয় ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে গৌতম গম্ভীর সমালোচনা করেছেন দীনেশ কার্তিকের বেশকিছু সিদ্ধান্ত নিয়ে। কলকাতার প্রথম দুটি ম্যাচে আন্দ্রে রাসেল এবং ইয়ন মর্গ্যানের আগে ব্যাট করতে আসেন দীনেশ কার্তিক। আর কার্তিকের এত আগে ব্যাট করতে আসা একদম ঠিক হয়নি, এমনটাই জানালেন গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর বলেন দীনেশ কার্তিকের একদম উচিত হয় নি মর্গ্যান- রাসেলের আগে ব্যাটিং করা। কার্তিকের উচিৎ ব্যাটিং অর্ডারে আরও নিচের দিকে নেমে ব্যাটিং করা। এছাড়াও গৌতম গম্ভীর জানিয়েছেন যেহেতু এই মরশুমে নারিনের ফর্ম ভালো নেই তাই ওপেনিংয়ে শুভমান গিলের সঙ্গে রাহুল ত্রিপাঠীকে দিয়ে ওপেন করানো উচিৎ।