সৌরভ বা ধোনি ভারতের সেরা ভারতীয় অধিনায়ক নন! এই তারকার নাম নিয়ে বিস্ফোরক গৌতম গম্ভীর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গৌতম গম্ভীর (Gautam Gambhir) হচ্ছেন ভারতের ক্রিকেট জগতের সবচেয়ে বিতর্কিত একটি চরিত্র। ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে একাধিক স্মরণীয় ইনিংস খেলেছেন তিনি। কিন্তু দুঃখের ব্যাপার ভারতীয় দলের জার্সিতে করা ওই পারফরম্যান্স গুলি নয় আজকাল তিনি নিজের বিতর্কে জড়ানোর স্বভাবের কারণেই বেশি সংখ্যক লোকের মনে জায়গা করে নেন।

কিছুদিন আগে আইপিএল চলাকালীন বিরাট কোহলির সঙ্গে বছর জড়িয়ে তিনি শিরোনামে এসেছিলেন। সম্প্রতি এশিয়া কাপে ধারাভাষ্য দেওয়ার কাজ করতে গিয়ে বিদেশি বা বলা ভালো পাকিস্তানের ক্রিকেট ভক্তদের মধ্যমা দেখিয়ে তিনি শিরোনামে এসেছিলেন। তার কথা বলা মানেই নতুন কোন বিতর্কের আভাস পাওয়া।

   

সম্প্রতি একটি টক শো-তে র‍্যাপিড ফায়ার রাউন্ডে তিনি কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভারতের দুই ফরম্যাটে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া গৌতম গম্ভীর একটি প্রশ্নের জবাবে বলেছেন তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ হলো তার পেশা হিসেবে ক্রিকেটকে বেছে নেওয়া। তার এই কথা শুনে অনেকেই আশ্চর্য হয়ে গিয়েছেন।

আরও পড়ুন: বড় ভুল করলো BCCI! ব্যাটিং শক্তিশালী করতে গিয়ে ODI বিশ্বকাপের ভারতীয় দলই হলো ভোঁতা

এখানে তিনি আরও একটি অদ্ভুত মন্তব্য করেছেন যা শুনে সকলে আশ্চর্য হয়ে গিয়েছেন। তাকে কপিল দেব, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিং ধোনির মধ্যে থেকে সেরা অধিনায়ক বেছে নিতে বলা হয়েছিল। এই তিনজন হলেন ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। আশ্চর্যর ব্যাপারে তাদের মধ্যে থেকে কাউকেই বেছে নেননি গম্ভীর।

আরও পড়ুন: ভারত বনাম পাকিস্তান দ্বৈরথের আগে BCCI-এর কাছে হাত পাতলো PCB! কারণ শুনলে অবাক হবেন

kumblecoachfb story 647 061516051856

ওই র‍্যাপিড ফায়ার রাউন্ডে নিজের পছন্দের সেরা ভারতীয় অধিনায়ক হিসেবে তিনি অনিল কুম্বলে-কে বেছে নিয়েছেন। যেহেতু এটি র‍্যাপিড ফায়ার রাউন্ডের প্রশ্ন ছিল, তাই তিনি ব্যাখ্যা করার সুযোগ পাননি কেন তার এমন মত। টেস্ট ফরম্যাটে চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক কুম্বলে ভারতীয় দলকে ২০০৭ সাল থেকে ১৪ টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন এবং মাত্র চারটি জয় পেয়েছিলেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর