পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বলে নিজেই উল্টো পথে হাঁটলেন গম্ভীর! হলেন হাসির পাত্র

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে গৌতম গম্ভীর (Gautam Gambhir) চরিত্রটা অত্যন্ত বিতর্কিত। তিনি ভারতীয় দলকে একাধিক ম্যাচ জিতিয়ে সকলের প্রশংসা কুড়িয়েছেন। তার পাশাপাশি বহুবার নানান বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে তার নাম জড়িয়েছে। ক্রিকেট ছাড়ার পর তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন এবং সেখানেও নানান সময় নানান রকম মন্তব্য করে বিতর্কের ভাগীদার হয়েছেন।

সকলেই জানেন যে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৭৫ রানের একটি অসাধারণ ইনিংস খেলে গৌতম গম্ভীর ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে সাহায্য করেছিলেন। স্বামী রয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপের লড়াই। সেখানে আবারও নিজেদের প্রতিবেশী দেশের মুখোমুখি হবে ভারত। কিন্তু তার আগে পাকিস্তানকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন গম্ভীর।

Gautam Gambhir,Indian Cricket Team,Pakistan Cricket Team,India vs Pakistan,Terrorism,Asia Cup 2023,Commentary,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

কি বললেন পাকিস্তানকে নিয়ে?
গৌতম গম্ভীর জানিয়েছেন যে তিনি চান না পাকিস্তানের সঙ্গে ভারতীয় দল এশিয়া কাপে মুখোমুখি হোক। পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে ভারতের অনেক ব্যাপারে বিরোধ রয়েছে এবং রাজনৈতিক মতানৈক্যের ব্যাপারটা চাইলেও লুকিয়ে রাখা যায় না। গম্ভীর মনে করেন সীমান্তে পাকিস্তানের দিক থেকে উড়ে আসা গুলিতে মৃত্যু হওয়া সেনা জাওয়ানদের গুরুত্ব যে কোন ক্রীড়া প্রতিযোগিতার থেকে অনেক বেশি।

আরও পড়ুন: রোহিত ও কোহলিকে পাত্তাই দেন না! কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জানালেন তার স্বপ্নে আসা ক্রিকেটারের নাম

ক্রিকেট ও রাজনীতি:
গৌতম গম্ভীর আরও জানিয়েছেন যে ক্রিকেট এবং রাজনীতিকে আলাদা করে দেখা সম্ভব নয়। তিনি আরও বলেছেন যখন ব্যাপারটা ভারত এবং পাকিস্তানের মধ্যে তখন এই ব্যাপারটা আরও অসম্ভব হয়ে দাঁড়ায়। তিনি মনে করেন ভারতীয় ক্রিকেটারদের এমন প্রতিপক্ষের বিরুদ্ধে নামা উচিত নয় যাদের সরকার সীমান্তের ওপারের জঙ্গি মূলক কাজকর্মগুলোকে সমর্থন করেন।

আরও পড়ুন: রোহিত এবং BCCI-এর চক্রান্তে বিশ্বকাপের আগে নষ্ট হচ্ছে কোহলির প্রতিভা! ফাঁস হলো বড় সত্য

প্রতিক্রিয়া:
গম্ভীরের এই কথা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভক্তদের মধ্যে। কেউ কেউ তাকে সমর্থন করে জানিয়েছেন যে তিনি যা কথাগুলো বলেছেন সেগুলোর পেছনে যুক্তি রয়েছে এবং এমন প্রতিপক্ষের বিরুদ্ধে সত্যি ভারতীয় দলের মাঠে নামা উচিত নয়। আবার কেউ কেউ তার সমালোচনা করে বলেছেন পাকিস্তানকে নিয়ে যদি এতই সমস্যা থাকে তাহলে তিনি পাকিস্তানী ধারাভাষ্যকারদের সাথে এশিয়া কাপে ধারাভাষ্য দেওয়ার জন্য রাজি হলেন কেন! সেখানেই তিনি অফারটি বয়কট করে তার তরফ থেকে সমাজকে বার্তা দিতে পারতেন। প্রসঙ্গত আসন্ন এশিয়া কাপে পাকিস্তান থেকে ওয়াকার ইউনিস, ওয়াসিম আক্রম, রামিজ রাজা এবং বাজিদ খান থাকছেন ধারাভাষ্যকার হিসেবে। ভারত থেকে গৌতম গম্ভীরের পাশাপাশি থাকছেন ইরফান পাঠান, রবি শাস্ত্রীর মতো বড় নামগুলি।