হ্যাঁ, আমি দেখেছিলাম! ভারত-পাকিস্তান ম্যাচের আগে গম্ভীরের মন্তব্যে চাপ বাড়লো কোহলির ওপর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ যতদিন এগিয়ে আসছে ততই সমর্থকদের উত্তেজনা বাড়ছে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ নিয়ে। সবকিছু ঠিকঠাক চললে আগামী দু-তিন মাসে বেশ কয়েকবার একে অপরের মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। তার শুরুটা হবে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে। ২রা সেপ্টেম্বর শ্রীলঙ্কার মাটিতে ভারত এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে যখন গোটা বিশ্বের নজর থাকবে তাদের দিকে।

ভারতের ভরসা কে?
যদি পরিসংখ্যানে দিক দিয়ে দেখা হয় তাহলে দেখা যাবে যে শেষ তিন সাক্ষাতে ভারতীয় দল পাকিস্তানকে ওডিআই ফরম্যাটে হেসেখেলে হারিয়েছে। কিন্তু এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে যে তিন বছর ধরে এই ফরম্যাটে একে অপরের মুখোমুখি হয়নি দুই দেশ। কাজেই ২০১৮ এশিয়া কাপ এবং ২০১৯ ওডিআই বিশ্বকাপের পারফরম‍্যিন্সের ওপর ভিত্তি করে আসন্ন প্রতিযোগিতায় যখন দুই দেশ মুখোমুখি হবে তখন তাদের পারফরম্যান্স কেমন হবে, এখনই তার আগাম বিচার করা চলে না। কিন্তু অতীতের পরিসংখ্যান ও রেকর্ড এবং ধারা মাথায় রাখলে দেখা যাবে পাকিস্তানের কাছে সবচেয়ে বড় আতঙ্ক হতে পারেন বিরাট কোহলি।

pak vs kohli

কোহলির কেরামতি:
ওডিআই ফরম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে শেষ কয়েকটি সাক্ষাতে বিরাট কোহলির ব্যাট রীতিমতো গর্জে উঠেছে। পাকিস্তানের বিরুদ্ধে তিনি শেষ কয়েক বছরে খুব বেশি ওডিআই ম্যাচ খেলার সুযোগ পাননি। কিন্তু যখন যখন তিনি পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছেন তখন তখন তিনি কিছু মনে রাখার মত করে দেখিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে শেষ চার ওডিআই ম্যাচে তার স্কোর যথাক্রমে ১০৭, ৮১*, ৭ ও ৭৭। তাকে বাড়তে গুরুত্ব দিতেই হবে পাকিস্তানের বোলারদের।

আরও পড়ুন: বিশ্বকাপের ১৫ জনের ভারতীয় স্কোয়াড বাছলেন সৌরভ, বাদ এই তারকা! ভক্তরা বললো দু-মুখো সাপ

গম্ভীরের কোহলি বন্দনা:
এবার এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে বিরাট কোহলির একটি ইনিংসকে টেনে এনেছেন গৌতম গম্ভীর। ওডিআই ফরম্যাটে তিনি রান তাড়া করতে নেমে পাকিস্তানের বিরুদ্ধে ১৪২ বলে ১৮৩ রানের একটি ইনিংস খেলেছিলেন ২০১২ সালের এশিয়া কাপে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে গম্ভীর জানিয়েছেন যে এটি তার দেখা কোন ভারতীয়র খেলা সেরা ওডিআই ইনিংস। আইপিএল চলাকালীন মাঠে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন দুই ভারতীয় তারকা। এখন গম্ভীর কে কোহলির এমন প্রশংসা করতে দেখে আশ্চর্য হয়েছেন অনেকেই।

আরও পড়ুন: এশিয়া কাপের আগে ভারতীয় দলের অনুশীলনে হাজির রিশভ পন্থ! তবে কি বিশ্বকাপে….;

কোহলি কি বলছেন:
আর ভারত পাকিস্তান ম্যাচ সম্পর্কে নিজে কি বলছেন বিরাট কোহলি। সমর্থকরা যে উৎসাহ নিয়ে ম্যাচ দেখতে আসেন বা ম্যাচটির বিষয়ে আলোচনা করেন তা যে বাড়তি প্রত্যাশা চাপ তৈরি করে সেটা অস্বীকার করছেন না প্রাক্তন ভারতীয় অধিনায়ক। কিন্তু তিনি জানিয়েছেন ম্যাচের দিন একবার মাঠে নামলে সেই ম্যাচটি তাদের কাছে আর পাঁচটি ম্যাচের মতোই। পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে গিয়ে বাড়তি কোনো চাপ নেন না তিনি সেটা স্পষ্ট করে দিয়েছেন বিরাট নিজে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর