লাগাতার ধর্ষণ আর হাতবদলের পর নির্যাতিতার মেয়ের বাবা কে? জানতে ৪ অভিযুক্তের DNA টেস্ট   

বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক ধর্ষণের (Rape) ঘটনায় প্রশ্নের মুখে দেশের নারী-নিরাপত্তা। প্রতি নিয়ত দেশজুড়ে বিভিন্ন প্রান্ত থেকে লাগাতার উঠে আসছে নারী-নির্যাতন, ধর্ষণ কিংবা নারী পাচারের মতো ঘটনা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই এক নির্যাতিতা তরুণীর ধর্ষণ (Rape) -অপহরণের চাঞ্চল্যকর ঘটনা।

নির্যাতিতার সন্তানের জৈবিক বাবা কে (Rape)?

ঘটনার সূত্রপাত হয় গত বছরের অক্টোবর মাসে। সেসময় প্রকাশ নামের এক ব্যক্তি মেয়েটিকে অপহরণ করে তুলে নিয়ে গিয়েছিল। বাড়িতে আটকে রেখেই লাগাতার ধর্ষণ (Rape) করে যুবতীকে। তারপর সাতীপুরের কমল কাপুর নাম এক পাচারকারীর কাছে আবার তাকে বিক্রি করে দেওয়া হয়। প্রকাশের পর কমলের কাছেও মেয়েটি দিনের পর দিন ধর্ষিত হয়।

এরপর এই কমল আবার এলাকারই যুবক শ্রবণ যাদবের কাছে বিক্রি করে দেয় মেয়েটিকে। তারপর শ্রবণের সাথেই তার সহকারী অবধেশ নামের এক যুবকও একাধিকবার ধর্ষণ করে তাকে। এইভাবে একাধিকবার পাচার আর ধর্ষিত হওয়ার পর মেয়েটি ইতিমধ্যেই এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে।

আরও পড়ুন: চিকিৎসা পরিষেবায় চরম উদাসীনতা! হাতের ব্যাথায় পায়ের এক্স-রে লিখে বিপাকে ডাক্তারবাবু

অপহরণ করে তরুণীকে একাধিকবার ধর্ষণ আর পাচারের এই ঘটনাটি ঘটেছে লাখনউ-এর ঠাকুরগঞ্জ এলাকায়। শেষ পর্যন্ত নির্যাতিতা কোন রকমে পালিয়েই বাড়ি চলে আসে। তবে বাড়ি ফিরে আসলেও ইতিমধ্যেই তার এক কন্যা সন্তান হয়েছে। পুলিশ সূত্রের খবর ১০ সেপ্টেম্বর বাড়ি ফিরে আসার পর থানায় চার অভিযুক্তের নামে ধর্ষণের অভিযোগ করেছিল নির্যাতিতা।

Rape

তারপর তদন্ত নেমেই পুলিশ প্রকাশ কমল এবং শ্রবণ এবং অবধেশকে গ্রেফতার করেছে। নির্যাতিতার সন্তানের বাবার পরিচয় জানতেই এবার আদালতের নির্দেশে চার অভিযুক্তের রক্তের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষায় পাঠিয়েছে পুলিশ। লখনউয়ের ডিএসপি (পশ্চিমাঞ্চল) বিশ্বজিৎ শ্রীবাস্তব জানিয়েছেন নির্যাতিতার কন্যা সন্তানেরপিতৃ পরিচয় জানতে আদালতের নির্দেশের ফরেনসিক ল্যাবরেটরিতে চার অভিযুক্তের ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর