‘দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়ে নিজেদের ভুলের প্রায়শ্চিত্ত করুন’, তৃণমূলকে বার্তা দিলীপ ঘোষের

বাংলাহান্ট ডেস্ক : আজ সেই প্রতীক্ষিত দিন। আজ ভারতের ২০২২ সালের রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022)। রাষ্ট্রপতি (President of India) পদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) আগামী ২৪ জুলাই। তাঁর সিংহাসনে কে বসবেন তা নির্ধারণ করার দিন আজই। নির্বাচনের আগের দিন রাত্রিবেলা অর্থাৎ রবিবার রাতে দিল্লি থেকে তৃণমূল এবং সুযোগ বুঝে দলছুটদের জন্য বিশেষ বার্তা দিলেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে অংশ নিতে দিল্লিতে রয়েছেন দিলীপবাবু। সেখান থেকেই গতকাল রাতে একটি ভিডিয়ো আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে তিনি বলেন, ‘১৮ জুলাই ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হবে। এবারের নির্বাচন ইতিহাস সৃষ্টি করবে। যাঁরা এই নির্বাচনে অংশ নেবেন তাঁরা এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন। দ্রৌপদী মুর্মুকে যাঁরা ভোট দেবেন তাঁরা পরবর্তীকালে গর্ব করে বলতে পারবেন এই ঐতিহাসিক নির্বাচনে যিনি নির্বাচিত হয়েছেন তাঁকে আমিও একটা ভোট দিয়েছিলাম। আমি গোটা দেশের প্রত্যেকটি দলের সাংসদ ও বিধায়কদের জানাতে চাই আসুন আমরা সবাই এই ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী হই।’

তৃণমূলের এমএলএ-এমপিদের জন্য রাস্তা খুলে গিয়েছে : বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দলত্যাগী ও তৃণমূলের উদ্দেশে আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে যাঁরা সাংসদ, বিধায়ক আছেন তাঁদের আহ্বান করছি। বিশেষ করে তৃণমূলের এমএলএ-এমপি যাঁরা তাঁদের জন্য রাস্তা খুলে গিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে কোনও দল হুইপ দিতে পারে না। মুখ্যমন্ত্রী বলেইছেন আগে জানলে তিনিও সমর্থন করতেন। তার মানে ওঁরও প্রচ্ছন্ন সমর্থন রয়েছে শ্রীমতি দ্রৌপদী মুর্মুর পক্ষে। তাই তৃণমূলের এমএলএ-এমপিদের আমি আহ্বান করছি যাতে নির্বাচনের পরে আপনি বলতে পারেন যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তাঁর পক্ষে আমারও ভোট ছিল।’

এখানেই শেষ নয়। এরপর বিজেপি ছেড়ে অন্য রাজনৈতিক দলে যোগ দেওয়া সাংসদ-বিধায়কদের উদ্দেশে তিনি বার্তা দিয়ে জানান, ‘যাঁরা আমাদের দল ত্যাগ করে চলে গিয়েছেন, মানুষ তাঁদেরকে এই আশা নিয়ে ভোট দিয়েছিল যে আপনিও এই ইতিহাস সৃষ্টিকারী ঘটনার সাক্ষী থাকবেন। তাই এইবার আপনি আপনারা ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ পাচ্ছেন। আপনারা আসুন আর দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়ে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর