রোহিত শর্মা T20 খেলা ছেড়ে দিলে বিপদ বাড়বে তারই! কাঁধের ওপর নিঃশ্বাস ফেলছেন এই তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে সীমিত ওভারের ক্রিকেটে কতটা বিধ্বংসী ক্রিকেটার রোহিত শর্মা (Rohit Sharma)। টেস্ট ফরম্যাটে নিজের প্রতিভার সুবিচার রোহিত করতে পারেননি এমনটা অনেকেই বলে থাকেন। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে তার খেলা দেখে একটাই কথা মাথায় আসে এবং সেটা হল ভয়ংকর সুন্দর। রোহিত শর্মা পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ (2024 T20 World Cup) খেলবেন কিনা ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে, সেই নিয়ে এখনো সন্দেহ রয়েছে। তার মধ্যেই এবার টি-টোয়েন্টি ফরম্যাটে হয়তো তার কাছ থেকে একটা বড় রেকর্ড ছিনিয়ে নিয়ে যেতে চলেছেন অস্ট্রেলিয়ার মহাতারকা গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)।

আর T20 খেলবেন না রোহিত:

বিশ্বকাপের ফাইনালে ব্যর্থতার পর রোহিত শর্মা মাঠের মধ্যে ভেঙে পড়েছিলেন। তাকে ২০২৪ সালের মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আয়োজিত হতে চলার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে বিসিসিআই রাখবে কিনা সেই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন অনেক আগে থেকেই ছিল। তবে ওডিআই বিশ্বকাপের ফাইনাল হারের পর শোনা গিয়েছে রোহিত শর্মা নিজেই বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন যে তার নাম যদি না ভাবা হয় তাহলে তার কোন সমস্যা নেই। বিসিসিআই এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কিন্তু রোহিত শর্মার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে।

T20-তে অভাবনীয়:

রোহিত শর্মা টি-টোয়েন্টি আন্তর্জাতিক বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে একজন। তার নামের পাশে রয়েছে চারটি টি-টোয়েন্টি শতরান। কেরিয়ারের প্রথম দিকে তিনি মিডল অর্ডারে ব্যাটিং করে সাফল্য পেয়েছিলেন, কিন্তু ধোনি তাকে ওডিআই ফরম্যাটে ওপেনার বানানোর পর টি-টোয়েন্টি ফরম্যাটেও ওপেন করে একাধিক রেকর্ড গড়েছেন হিটম্যান। গতকাল অবধিও তিনি ছিলেন এককভাবে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ শতরানের মালিক।

আরও পড়ুন: আর ক্রিকেট নয়, কোহলি আর রোহিত শর্মা এবার খো খো খেলছেন! বড় রহস্য ফাঁস ভারতীয় ওপেনারের

রেকর্ড ছুঁয়েছে ম্যাক্সওয়েল:

কাল ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বিধ্বংসী শতরান করে অস্ট্রেলিয়াকে সিরিজে টিকিয়ে রেখেছেন ম্যাক্সওয়েল। সিরিজের বাকি ম্যাচগুলিতে তিনি আর খেলবেন না। কিন্তু দেশে ফেরার আগে তিনি আরেকটা কীর্তি রেখে গেলেন ভারতের মাটিতে। এটি ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে তার চতুর্থ শতরান। কাল নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচে এবং ৯২ তম ইনিংসে রোহিত শর্মাকে ছুঁয়ে ফেললেন তিনি।

glenn maxwell

আরও পড়ুন: IPL-এ অধিনায়ক হয়ে মন জিতলেন শুভমান গিল! ২৬/১১-র শহীদদের পরিবারকে যা বললেন শুনলে অবাক হবেন

রোহিতের রেকর্ড সুরক্ষিত নয়:

সাম্প্রতিক অতীতে যে বিধ্বংসী ফর্মে রয়েছেন ম্যাক্সওয়েল, তা যদি বজায় থাকে তবে রোহিত শর্মার এই রেকর্ড সুরক্ষিত নাও থাকতে পারে। সকলেই জানেন যে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে ২০ দলের। তুলনামূলক দুর্বল দলগুলোর বিরুদ্ধে খেলার সুযোগ পাবেন ম্যাক্সওয়েল। আর সেখানে বা তার আগেও যদি পঞ্চম টি-টোয়েন্টি শতরান করে ফেলেন এবং রোহিত শর্মাকে টপকে যান, তাহলে তাতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। রোহিত শর্মা নিজে যদি আবার টি-টোয়েন্টি ফরম্যাট নিয়ে আগ্রহ না দেখান তাহলে তার এই রেকর্ড বেশ কিছুটা আশঙ্কার মুখেই দাঁড়িয়ে আপাতত। সুযোগ পেলে একক ভাবে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ শতরান করা ক্রিকেটারের খেতাব ছিনিয়ে নিতে ম্যাক্সওয়েল কিন্তু কোনও দ্বিধা করবেন না।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর