‘আর নয় নতুন নির্মাণ’! মেট্রো প্রকল্পে বড় বাধা হয়ে দাঁড়ালো কলকাতা হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েক বছরে সল্টলেকের (Saltlake) সেন্ট্রাল পার্কে (Central Park) একাধিক নির্মাণ করেছে মেট্রো (Kolkata Metro)। তবে এবার আর কোনও নতুন নির্মাণ করা যাবেনা বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এমনকি অবিলম্বে সমস্ত নির্মাণ বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগণনমের ডিভিশন বেঞ্চ।এই নির্দেশ গেছে বিধাননগর পুরসভার কাছে।

করা যাবেনা নতুন নির্মাণ

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই মেট্রো প্রকল্পের জন্য একাধিক নির্মাণ করা হয়েছে সেন্ট্রাল পার্ক এরিয়ায়। যার বিরুদ্ধে মামলা দায়ের হয় আদালতে। এইদিন সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই রায় দিল ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, পার্কে মোট কত জায়গা আছে, তার মধ্যে ক’টি বাড়ি আছে এবং কত ফাঁকা জায়গা আছে, সে ব্যাপারে বিধাননগরের পুর কমিশনার রিপোর্ট জমা করবেন।

আপত্তি মেলা প্রাঙ্গন নিয়েও

এদিকে যিনি এই মামলা করেছিলেন তার আইনজীবীর বক্তব্য ছিল, পার্কের জায়গা দখল করা অনৈতিক। সেন্ট্রাল পার্কে কমিউনিটি হল আছে। এদিকে মেট্রো তার প্রকল্পের জন্য একটার পর একটা নির্মাণ করেই চলেছে। যার অধিকাংশই এখনও ফাঁকা। পাশাপাশি মামলাকারীর তরফে আপত্তি তোলা হয় সেন্ট্রাল পার্কের মেলা প্রাঙ্গন নিয়েও।

সামাজিক উৎসব আটকানো যাবেনা

যদিও বিধাননগর পুরসভার তরফে আবেদন ছিল, সেন্ট্রাল পার্কের মেলার জায়গাতে বইমেলা সহ নানা ধরণের সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। সেক্ষেত্রে প্রধান বিচারপতি জানিয়েছেন, সামাজিক উৎসব আটকানো উচিত নয়। মেলা প্রাঙ্গনে মেলা করা নিয়ে আপত্তি জানানো চলবেনা। তবে মেট্রো প্রকল্পের কাজে বড় বাধা দিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন : সকালে ব্রেকফাস্ট, দুপুরে মিড ডে মিল! পড়ুয়াদের জন্য অভিনব উদ্যোগ নিল বাংলার এই স্কুল

kolkata metro crrc dalian rake 1200x768 0 sixteen nine

প্রসঙ্গত উল্লেখ্য, গোটা সল্টলেকের মাঝে একটুকরো সবুজ ফুসফুস হিসেবেই পরিচিত ছিল সেন্ট্রাল পার্ক। তবে মেট্রো প্রকল্প শুরু হতেই কাটতে হয়েছিল বহু গাছ। সেইসময় আপত্তি জানিয়েছিলেন শহরের পরিবেশবিদরা। একইরকমভাবে ময়দান এলাকার গাছ কাটা নিয়েও উঠেছে আপত্তি। সেই মামলা গিয়ে পৌঁছেছে কলকাতা হাইকোর্ট অবধি। আপাতত তাতে স্থগিতাদেশ দিয়েছে আদালত।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর