জগদম্বা-গদাধরের ‘সোয়‍্যাগ’, রাণীমা বিদায় নিতেই সেলফি সেশন শুরু সেটে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দিন কয়েক আগেই দেখানো হয়েছে রাণী রাসমণির অন্তিম যাত্রা। ‘করুণাময়ী রাণী রাসমণি’ (karunamoyee rani rasmoni) থেকে নাম বদলে হয়েছে ‘করুণাময়ী রাণী রাসমণি উত্তর পর্ব’। রাসমণির দেহাবসানের পরে শ্রীরামকৃষ্ণ ও দক্ষিণেশ্বর মন্দির নিয়েই এবার এগোবে গল্প। তেমনি এগোচ্ছে, কিন্তু শুটিং সেটে গদাধর (godadhor) ও জগদম্বাকে (jagadamba) দেখা গেল অন‍্য মেজাজে।

রাণীমার চরিত্রাভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের শেষ শুটিংয়ের দিন থেকেই সেলফি তোলার হিড়িক লেগেছে রাণী রাসমণির সেটে। রাণীমার শেষ শয‍্যায় শুয়ে সপরিবারে তোলা সেলফি ইতিমধ‍্যেই ভাইরাল হয়েছে নেটমাধ‍্যমে। এবার ভাইরাল হয়েছে জগদম্বা ও গদাধরের একটি সেলফি। অভিনেত্রী রোশনি ভট্টাচার্য (roshni bhattacharya) অভিনয় করছেন রাসমণির ছোট মেয়ে জগদম্বার চরিত্রে। তিনি নিজেই শেয়ার করেছেন ছবিটি।


ছবিতে দেখা যাচ্ছে সৌরভ ও রোশনি দুজনেই নিজেদের চরিত্রের সাজপোশাকেই রয়েছেন। শুটের ফাঁকেই ফটোসেশনে মেতেছেন তাঁরা। ক‍্যাপশনে রোশনি লিখেছেন, ‘সোয়াগ সে করেঙ্গে সবকা মনোরঞ্জন’। সঙ্গে সৌরভকে ট‍্যাগ করে লিখেছেন আরো ২৪ টা ছবি তোলা বাকি। নেটিজেনরা ইতিমধ‍্যেই ভালবাসা দেখাতে শুরু করেছে ছবিতে।

https://www.instagram.com/p/CRBKdtPNfu8/?utm_medium=copy_link

রাণীমার শেষ শুটিংয়ের দিন বেশ রমরমা পরিবেশ ছিল সেটে। কলাকুশলী সকলের পাতপেড়ে খাওয়ার আয়োজন হয়েছিল। পরিবেশনের দায়িত্ব নিয়েছিলেন খোদ রামকৃষ্ণ ওরফে অভিনেতা সৌরভ সাহা। রাসমণির শেষশয‍্যায় উঠেছে সেলফিও। যেন স্বর্গে যাওয়ার আগে সপরিবারে ক‍্যামেরাবন্দি হলেন রাসমণি।

শয‍্যায় শুয়ে হাতে ভিক্টরি সাইন দেখিয়েছেন রাসমণি রূপী দিতিপ্রিয়া। পাশে হাসিমুখে দুই মেয়ে ও দুই নাতবৌ। শয‍্যার পেছনে হাসিমুখে দাঁড়িয়ে বড় জামাই, নাতিরা, ছোট জামাই মথুর ওরফে গৌরব চ‍্যাটার্জি দাঁড়িয়ে হাতজোড় করে। এখানেও ক‍্যামেরাম‍্যানের ভূমিকায় সৌরভ।

https://www.instagram.com/p/CQ3Vu59tYIh/?utm_medium=copy_link

প্রসঙ্গত, নতুন রূপে নতুন নামে ফিরেছে সিরিয়াল। গদাধরের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব হয়ে ওঠার কাহিনিই এখন থেকে দেখানো হবে ধারাবাহিকে। দিতিপ্রিয়া চলে গেলেও তাঁর বদলে আসছেন সন্দীপ্তা সেন (sandipta sen)। সারদামণির চরিত্রে অভিনয় করছেন তিনি।

সম্পর্কিত খবর

X