বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম (Gold Price) ক্রমাগত ঊর্ধ্বমুখী হয়েই চলেছে। এমনকি ধনতেরাসে বিপুল দাম বৃদ্ধি পেয়েছে হলুদ ধাতুর দর। এই বিষয়ে অভিজ্ঞ ব্রোকারেজ ফার্ম জানান, আগামী ধনতেরাসের মধ্যে সোনার দাম প্রায় ১.৬০ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছবে। তবে সোনার পাশাপাশি রুপার দাম ও বৃদ্ধি পেতে পারে সেখানে রুপার দাম হতে পারে ২ লাখ ৪০ হাজার টাকার কাছাকাছি।
সোনা-রুপোর বাজারে আগামী বছর সম্ভাব্য উত্থান, বিশেষজ্ঞদের পূর্বাভাস (Gold Price)
সোনার দাম ধারাবাহিকভাবে ঊর্ধগামী হচ্ছে। কারণ বর্তমানে সোনার দাম রয়েছে ১৩০০০০ টাকার কাছাকাছি। তবে এসব কেউ শোনাও রুপোর বিনিয়োগে কোন পরিবর্তন হয়নি। ধনতেরাসে ৬০,০০০ কোটি টাকার বেশি মূল্যের সোনা ও রুপো বিক্রি হয়েছে। সোনাই বিনিয়োগ ও ধারাবাহিকভাবে লাভজনক হচ্ছে।
আরও পড়ুন: ভাইফোঁটার আগে মিষ্টির ঝামেলা নয়, ঘরেই বানান টেস্টি নারকেল বরফি মাত্র ১৫ মিনিটে
সম্প্রতি একটি রিপোর্টে দেখা গিয়েছে ২০২০ সালের অক্টোবরে যেখানে ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৭০০০ টাকা। সেখানে এখন দাম হয়েছে ১.৩০ লক্ষ টাকা। এছাড়াও গত দিপাবলীতে যেখানে সোনার ৬০% রিটার্ন দিয়েছে। তবে, এই বছর এখনও পর্যন্ত সোনার দাম ৫৪,৭০০ টাকা বেড়েছে। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে, ২৪ ক্যারেটের ১০ গ্রামের সোনার দাম ছিল ৭৬,১৬২ টাকা, যা এখন বেড়ে ১,৩০,৮৪০ টাকা হয়েছে। এর অর্থ হল এটি প্রায় ৭০ শতাংশ রিটার্ন দিয়েছে।
এ বিপুল পরিমাণে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী ধনতেরাসের মধ্যে এই হলুদ ধাতুর দাম ১৬০,০০০ টাকায় পৌঁছে যেতে পারে। কারণ এখনো পর্যন্ত এই বছর সোনা ৭০% এর বেশি ফিরে এসেছে। এর ফলে ব্রিটিশ ব্যাংক এসএসবিও অনুমান করছে, ২০২৬ চালের মধ্যেই সোনার দাম ৫০০০ ডলারের কাছাকাছি পৌঁছবে।
এর ফলে ভারতে এর প্রতি ১০ গ্রাম সোনার দাম (Gold Price) হবে ১৫০,০০০ টাকা। আর এই বিষয়ে ব্রোকারেজ মতিলাল ওসওয়াল অনুমান করছেন, ২০২৬ সালের মধ্যে ভারতে রূপার দাম প্রতি কিলোগ্রামে ২.৪ লক্ষ টাকায় পৌঁছাতে পারে, যা বর্তমান স্তর থেকে প্রায় ৪৬% বেশি। ২০২৭ সালের মধ্যে বিশ্বব্যাপী দাম প্রতি আউন্স ৭০ ডলারে বেড়ে যাবে।