নতুন বছর শুরুর দিনই হুড়মুড়িয়ে কমল হলমার্ক সোনার দাম, এই সুযোগ মিস করবেন না!

Published on:

Published on:

gold price(20)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫ শেষ করে একটা নতুন বছর। আজ ২০২৬ সালের পয়লা জানুয়ারি। বিশেষজ্ঞদের অনুমান, চলতি বছর অর্থাৎ ২০২৬ সালে সোনার দাম (Gold Price) আরও ৫% – ১৬% বৃদ্ধি পেতে পারে। সেই নিয়ে দুশ্চিন্তার মাঝেই নতুন বছরের শুরুর দিনই দাম কমল সোনার।

সঞ্চয় হোক বা গহনা, বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা (Gold Price)। তাই হলুদ ধাতুর উর্দ্ধমুখী দাম দেখে স্বস্তি নেই মধ্যবিত্তের। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। তবে আজ অবশ্য চিন্তা কমল কিছুটা। আজ ১ জানুয়ারি সোনার দাম কমেছে কিছুটা।

রেটচার্ট (Gold Price)

বৃহস্পতিবার কমল সোনার দর। আজ কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২৭৭০ টাকা। প্রতি গ্রামে ৯০ টাকা দাম কমেছে গতকালের তুলনায়। আর ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২৭৭০০ টাকা। দাম কমেছে ৯০০ টাকা। রাতারাতি কিছুটা সস্তা হয়েছে সোনা।

একইসাথে ২৪ ক্যারাট সোনার দামও কমল এদিন। এদিন এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১৩৪৩৫ টাকা। এক্ষেত্রেও প্রতি গ্রামে দাম কমেছে ৯৫ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৩৪৩৫০ টাকা। একদিনে দাম কমেছে ৯৫০ টাকা।

Gold Price

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

২০২৫ সালে দেশজুড়ে লাফিয়ে বেড়েছে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। বিশেষজ্ঞদের অনুমান, ২০২৬ সালেও সেই ধারা বজায় থাকবে। আসন্ন সময়ে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা নেই।

gold price(44)

আরও পড়ুন: পুরো খরচ দেবে সরকার! DA নয়, নতুন বছরে সরকারি কর্মচারীদের বড় সুখবর দিল অর্থ দপ্তর, জারি বিজ্ঞপ্তি

রুপোর দাম

ইতিমধ্যেই দু’লক্ষ টাকার গন্ডি ছাড়িয়েছে রুপো। বছরের শুরুতে রুপোর দামও কিছুটা কমেছে। স্বস্তি মিলেছে রুপোলি ধাতুর দরে। বৃহস্পতিবার ১০০ গ্রাম রুপোর দাম হল ২৩৫০৫ টাকা। দাম কমেছে ১০ টাকা মাত্র। আর ১ কেজি রুপোর দাম হয়েছে, রাতারাতি ১০০ টাকা কমে হয়েছে ২৩৫০৫ টাকা।