বাংলা হান্ট ডেস্ক: সোনার বাজারে সোনা (Gold price) ও রুপোর (Silver Price) দাম লাগাতার ওঠানামা করছে। এমনটি বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ৯৮ হাজারের গণ্ডিতে রয়েছে। এমনকি ২২ ক্যারেট সোনার দাম পার করেছে ৯০ হাজারের গণ্ডি। এই সোনার দাম (Gold Price) বৃদ্ধি পাওয়ায়, চিন্তার ভাঁজ পড়েছে জনসাধারণের মাথায়। পাশাপাশি চিন্তায় পড়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। প্রসঙ্গত, সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রবিবার ১৩ জুলাই সোনা ও রুপোর দাম কত হল? (Gold Price)
আজ ২৪ ক্যারেট ১ গ্ৰাম সোনা কিনতে গেলে দিতে হবে ৯৮৭০টাকা। শনিবার ২৪ ক্যারেট ১ গ্ৰাম সোনা কিনতে গেলে দিতে হয়েছে ৯৮২০ টাকা। আজ ২২ ক্যারেট ১ গ্ৰাম সোনা কিনতে দিতে হবে ৯৩৮০টাকা। গতকাল ২২ ক্যারেট ১ গ্ৰাম সোনা কিনতে দিতে হয়েছে ৯৩৩৫ টাকা। এছাড়াও আজ ১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম প্রায় ৫৮,০০০টাকা। আজকে সোনার সঙ্গে রুপোর দাম কিছুটা বেড়েছে। আজ রুপো (৯৯৯) ১ কেজির দাম পড়বে ১১২৯০০ টাকা। শনিবার রুপো (৯৯৯) ১ কেজির দাম ছিল ১,১১,১০০ টাকা।
বিশেষজ্ঞদের মতে গত কয়েক দিন ধরে সোনার দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে। তাতে ধারণা করা হচ্ছে, খুব তাড়াতাড়ি সোনার দাম ৯৫,০০০ টাকার কাছাকাছি হতে পারে। আবার কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে সোনার দাম সর্বোচ্চ পৌঁছে গিয়েছে চলতি বছরে। এছাড়াও আগামী দিনে এই দামে কিছু সংশোধিত হতে পারে। তবে বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সোনার চাহিদায় কিছুটা হলেও প্রভাব পড়েছে।
আরও পড়ুন: পুজোয় সিকিম ঘুরতে যাবেন? নিরিবিলি এই গ্রামকে রাখুন প্রথম সারিতে
বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম ওঠানামা করছে। তবে বিয়ের মরশুমে সোনার দাম দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা। তবে, দেশীয় সোনার বাজারে দাম ক্রমাগত কমছে। যা ক্রেতাদের জন্য স্বস্তির বিষয়। অন্যদিকে, ফিউচার বাজারে দাম বাড়ছে। একই সঙ্গে, বিদেশী বাজারেও প্রচুর তৎপরতা চলছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতেও সোনা ও রূপার দাম ওঠানামা করতে থাকবে। বিশেষজ্ঞরা আরও বলছেন, এর আগে যারা সোনা কিনেছেন তাদের চিন্তা করার কোন দরকার নেই। কিন্তু বর্তমানে যারা সোনার কিনবেন তাদের পকেটে কিছুটা হলেও চাপ বাড়বে।