বাংলাহান্ট ডেস্ক : কথায় আছে বাঙালির পায়ের তলায় সর্ষে। সামান্য কয়েকদিনের ছুটি পেলেই বাঙালি ঘুরতে বেরিয়ে পড়ে। পাহাড়-জঙ্গল-সমুদ্র বাঙালির কাছে বড়ই প্রিয়। অনেক বাঙালি রয়েছেন যারা পুজোর সময় শহরের কোলাহল ছেড়ে নিরিবিলিতে দিন কাটাতে পছন্দ করেন। দুদিনের ছুটি পেলেই বহু বাঙালি গিয়ে ভিড় করেন দীঘা, পুরী কিংবা দার্জিলিংয়ে।
তবে আপনি যদি পাহাড়-হ্রদ-সমুদ্রের সমাহার একই সাথে উপভোগ করতে চান তাহলে কয়েকটা দিন কাটিয়ে আসতে পারেন গোপালপুর থেকে।গোপালপুর (Gopalpur) মূলত একটি সৈকত শহর। ওড়িশার (Odisha) গঞ্জাম জেলার এই শহরে ব্রহ্মপুর স্টেশন থেকে অটো বা গাড়ি করে মাত্র ত্রিশ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। বেশ উত্তাল থাকে গোপালপুরের সমুদ্র।
হোটেলের ব্যালকনিতে বসে আপনারা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন সমুদ্রের জলের খেলা দেখে। গোপালপুর সমুদ্র সৈকতে দীঘা বা পুরীর মতো দোকানদারদের ভিড় নেই। এছাড়াও এখানে পর্যটকদের আনাগোনাও অপেক্ষাকৃত কম। তাই নিরিবিলিতে কয়েকটা দিন কাটাতে পারেন এই সমুদ্র শহরে। গাড়ি ভাড়া করে এখান থেকে আপনারা সাইটসিয়িংয়ের জন্য বেরিয়ে পড়তে পারেন ভোরবেলা।
সতীর একান্ন পিঠের অন্যতম তারাতারিণীর মন্দির পড়বে প্রথমে। এরপর খানিকটা দূরে রয়েছে রম্ভা। এটি চিল্কা হ্রদের একটি অংশ। এর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পূর্বঘাট পর্বতমালা। এরপর নৌকা করে পৌঁছে যাবেন ব্রেকফাস্ট আইল্যান্ড। জলরাশির মধ্যে এক টুকরো কংক্রিটের ঘর রয়েছে এই ব্রেকফাস্ট আইল্যান্ডে।
হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী যে কোনও ট্রেনে উঠে আপনাকে নামতে হবে ব্রহ্মপুর। স্টেশন থেকে অটো বা ব্যক্তিগত গাড়ি ভাড়া করে আপনারা সহজে পৌঁছে যাবেন গোপালপুর অন সি। অন্যান্য জায়গায় যাওয়ার জন্য হোটেল থেকেই গাড়ি ভাড়া পেয়ে যাবেন। এখানে প্রচুর হোটেল ও রিসর্ট রয়েছে।