নতুন বছরে লক্ষ্মীলাভ, বাংলা পেরিয়ে বলিউডে পা রাখছেন গৌরব রায় চৌধুরী

বাংলাহান্ট ডেস্ক: করোনা কাঁটায় অনেকেরই বছর শুরু হয়েছে বেশ টালমাটাল পরিস্থিতিতে। কিন্তু অভিনেতা গৌরব রায় চৌধুরীর (gourab roy chowdhury) জন‍্য এ বছরটা সৌভাগ‍্য বহন করে নিয়ে এসেছে। জানুয়ারি মাস থেকেই শুরু হতে চলেছে তাঁর নতুন সিরিয়াল ‘পিলু’। এর মাঝেই আরো এক সুখবর দিলেন অভিনেতা। এবার আর বাংলা ইন্ডাস্ট্রি না, সোজা বলিউড পাড়ি দিচ্ছেন গৌরব।

হিন্দি ওয়েব সিরিজে অভিষেক করতে চলেছেন তিনি। কিন্তু সিরিজের নাম বা অন‍্য কোনো তথ‍্যই বিশদে জানাননি অভিনেতা। শুধু জানিয়েছেন সিরিজটি নেটফ্লিক্সে সম্প্রচারিত হতে চলেছে। আলাপ আলোচনা অনেকটাই হয়ে গিয়েছে। তবে আলোচনায় শিলমোহর দিতে মুম্বই পাড়ি দিতে হবে গৌরবকে।

IMG 20220105 004725
অপরদিকে ‘পিলু’ সিরিয়ালের হাত ধরে অনেকদিন পর জি বাংলায় ফিরছেন গৌরব। শেষবার এই চ‍্যানেলে ‘ত্রিনয়নী’ সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে। তবে সিরিয়ালটি তেমন চলেনি। এরপর স্টার জলসার ‘ওগো নিরুপমা’ সিরিয়ালে অভিনয় করেছেন গৌরব। কিন্তু সেখানেও ভাগ‍্যে শিঁকে ছেঁড়েনি। তাই ফের জি বাংলাতেই ফিরছেন তিনি।

সিরিয়ালে গৌরবের বিপরীতে রয়েছেন মেঘা দাঁ। প্রকাশ‍্যে আসা পিলুর প্রোমো থেকে জানা যাচ্ছে, গল্পের নায়ক নায়িকা অর্থাৎ মেঘা এবং গৌরব রায়চৌধুরী দুজনের চরিত্রই সঙ্গীতপ্রেমী। তবে মেঘার চরিত্রটি গায় লোকসঙ্গীত আর গৌরব শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী। গৌরবদের বাড়িতে এসে মেঘা অর্থাৎ পিলুর গানে মুগ্ধ প্রায় সকলেই। বাড়ির কর্তা তাঁকে গান শেখানোর দায়িত্ব প্রিয় শিষ‍্য আহির অর্থাৎ গৌরবের কাঁধে দেন।

IMG 20220105 004513
বাকি গল্পের আভাস সিরিয়াল শুরু হলেই বোঝা যাবে। সিরিয়ালে নতুন মুখ যেমন রয়েছে তেমনি পরিচিত বহু পুরনো মুখও রয়েছে সিরিয়ালে। অভিনেতা অভিনেত্রীদের তালিকায় রয়েছেন অঞ্জনা বসু, বিশ্বনাথ বসু, ইধিকা পালও। এই সিরিয়ালের হাত ধরেই নাচের জগৎ থেকে অভিনয়ে পা রাখছেন ‘ডান্স বাংলা ডান্স’এর ফাইনালিস্ট মেঘা দাঁ।

Niranjana Nag

সম্পর্কিত খবর