বিক্রি হয়ে যাচ্ছে গোবর্ধন পর্বত! অনলাইন শপিং কোম্পানি দিলো বিজ্ঞাপন

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের মথুরা জেলায় কোটি কোটি হিন্দুদের আস্থার কেন্দ্র গোবর্ধন পর্বতের শীলা অনলাইনে বিক্রি করা হচ্ছে। অনলাইনে Laxmi Divine Article Stores নামে এক কোম্পানি করছে। এই কোম্পানি ইন্ডিয়া মার্ট-এ একটি বিজ্ঞাপনও দিয়েছে। গোবর্ধন পর্বতের শীলার দাম ৫ হাজার টাকা রাখা হয়েছে।

অনলাইনে গোবর্ধন পর্বতের বিক্রির বিজ্ঞাপন দেখার পর সাধু, সন্ন্যাসী আর স্থানীয় মানুষরা ক্ষোভে ফেটে পড়েন। হিন্দু ধর্মের মানুষরা এই ঘটনার প্রতিবাদে গোবর্ধন থানা ঘেরাও কর্মসূচি চালায়। কোম্পানির মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাকে গ্রেফতার করার দাবি তোলেন স্থানীয়রা।

দীনবন্ধু দাস মহারাজ নামের এক সন্ন্যাসী বলেন, ‘গিরিরাজ মহারাজ” (গোবর্ধন পর্বত) আমাদের মতো সাধু, সন্ন্যাসীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ধার্মিক স্থল। ধার্মিক গ্রন্থে লেখা আছে যে, গিরিরাজ জির শীলা গিরিরাজ উপত্যকার বাইরে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু কোনও একটি কোম্পানি আমাদের ধার্মিক আস্থা নিয়ে ছেলেখেলা করছে।

স্থানীয়রা জানান, সোশ্যাল সাইটে ধার্মিক ভাবাঘেতে আঘাত করে গোবর্ধন পর্বত বিক্রি করার চেষ্টা চালানো হচ্ছে। ওরা ইচ্ছে করে হিন্দুদের ধার্মিক ভাবাঘেতে আঘাত দিচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। সন্ন্যাসীদের বক্তব্য অনুযায়ী, প্রায় দিনই দেশে হিন্দু দেবদেবীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য আর কাজ করা হচ্ছে। কখনো ভগবান রামকে নিয়ে অভদ্র মন্তব্য করা হচ্ছে, আবার কখনো মাতা সীতাকে নিয়ে। আর এরজন্য সরকারের উচিৎ এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর