জনধন প্রকল্পে পাওয়া টাকা নিয়ে গুজব, জেনে নিন ঠিক কি জানাল ভারত সরকার

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউন পরিস্থিতিতে দেশের মানুষকে অর্থনৈতিক ভাবে স্বস্তি দেবার জন্য ভারতের(india) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন (nirmala sitaraman) প্রতিটি মহিলার জনধন একাউন্টে ৫০০ টাকা করে পাঠিয়েছেন। এই টাকা ঘিরেই রটেছে গুজব, বলা হচ্ছে এই টাকা নাকি একেবারেই সুরক্ষিত নয়। এই পরিস্থিতিতে এবার বিবৃতি জারি করা হল কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে। সোমবার অর্থ মন্ত্রক জানিয়েছে, জনধন অ্যাকাউন্টে পাঠানো অর্থ সম্পূর্ণ নিরাপদ । শিগগিরই টাকা তুলে না নিলে সরকার তা ফেরত নিয়ে নেবে এমন গুজব ভিত্তিহীন।

nirmala sitharaman 1200

প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে ৷ দুর্ঘটনা বিমা, ওভারড্রাফ্ট পরিষেবা, চেকবুক -সহ একাধিক অন্য সুবিধাও পাওয়া যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই আমলে তৈরি হওয়া এই ব্যাংক অ্যাকাউন্ট গুলিত৷ আগামী তিন মাস সরকার জনধন অ্যাকাউন্টে ৫০০ টাকা করে ট্রান্সফার করবে বলে জানা যাচ্ছে৷ প্রসঙ্গত, জন ধন অ্যাকাউন্টের ৫৩ শতাংশ অ্যাকাউন্ট মহিলাদের নামে রয়েছে ৷ মোট অ্যাকাউন্টের ৫৯ শতাংশ গ্রামীণ ও শহরতলি এলাকায় রয়েছে ৷

পাশাপাশি দেশের জনগণের জন্য অর্থমন্ত্রী করেছে আরো বেশ কয়েকটি ঘোষণা

২০১৮-১৯ অর্থ বর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে করা হল ৩০ জুন। দেরি হলে সুদের হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৯% হারে দিতে হবে।

আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণের সময়সীমা ৩১ মার্চ থেকে বাড়িয়ে করা হল ৩০ জুন।

টিডিএস রিটার্ন জমা দেওয়ার শেষ দিন না বদলালেও টিডিএস দেরি কই জমা দেওয়ার ক্ষেত্রে আগের ১৮ শতাংশ সুদ কমিয়ে করা হয়েছে ৯ শতাংশ।

৫ কোটি টাকার কম বার্ষিক লেনদেন সংস্থাগুলির ক্ষেত্রে আয়কর রিটার্নের ক্ষেত্রে সুদ দিতে হলেও দিতে হবেনা লেট ফি।

বর্তমানে নতুন সংস্থার নথিভুক্তিকরণের ক্ষেত্রে এক বছরের মধ্যে ডিক্লারেশন বা ঘোষণাপত্র দিলেই হবে। আগে যা ছিল ৬ মাস

মার্চ-এপ্রিল-মে জিএসটি জমা দেওয়ার সময়সীমা বেড়ে হয়েছে ৩০ জুন।


সম্পর্কিত খবর