এবার বাড়ি মেরামতের জন্যে ৮০,০০০ টাকা দিচ্ছে সরকার! এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: দরিদ্র মানুষদের জন্য কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে একাধিক প্রকল্প (Scheme) পরিচালনা করা হয়। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষেরা। পাশাপাশি, রাজ্য সরকারের তরফেও এমন অনেকগুলি প্রকল্প চালানো হয় যেগুলি দরিদ্র পরিবারগুলিকে সাহায্য করে।

এমনিতেই আমরা জানি যে, সাধারণ মানুষের বাড়ি বানানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা পরিচালনা করে। অপরদিকে, কিছু রাজ্যও আবার বাসিন্দাদের বাড়ির খরচের কারণে আর্থিক সাহায্যের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ স্কিম শুরু করেছে। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

মূলত, হরিয়াণা সরকার Ambedkar Awas Navinikarn Yojana শুরু করেছে। যার মাধ্যমে রাজ্যের দরিদ্র পরিবারগুলিকে বাড়ি মেরামতের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। তবে, এই প্রকল্পে আবেনের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। পাশাপাশি, কিছু নথিরও প্রয়োজন হয়।

কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন এবং কি কি শর্ত রয়েছে:
১. এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই হরিয়াণার বাসিন্দা হতে হবে।
২. দারিদ্রসীমার নিচে বসবাসকারী ব্যক্তিদের তালিকায় আবেদনকারীর নাম থাকতে হবে।
৩. বাড়িটি আবেদনকারীর নামে হতে হবে এবং বাড়িটি কমপক্ষে ১০ বছরের পুরানো ও মেরামতযোগ্য হতে হবে।
৪. কেবলমাত্র SC ও অনগ্রসর শ্রেণি অন্তর্ভুক্তরাই এই সুবিধা পাবেন।

মিলবে এই সুবিধা: উল্লেখ্য যে, Ambedkar Awas Navinikarn Yojana-র মাধ্যমে যাঁরা যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তাঁদের ৮০ হাজার টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই এই স্কিমে পরিবর্তন করে বিপিএল তালিকায় থাকা ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:
১. আধার কার্ড
২. পরিচয়পত্র
৩. আবেদনকারীর নামে থাকা বাড়ির কাগজপত্র
৪. ব্যাঙ্কের বিস্তারিত তথ্য
৫. রেশন কার্ড
৬. বাড়ির সাথে একটি ছবি
৭. কাস্ট সার্টিফিকেট

এইভাবে করুন আবেদন:
১. এই স্কিমে আবেদনের ক্ষেত্রে প্রথমে saralharyana.gov.in-এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. এরপর হোম পেজ ওপেন করার পরে লগইন করতে হবে।
৩. আগে রেজিস্ট্রেশন না করে থাকলে “New User? Register Here” অপশনে ক্লিক করতে হবে। তারপর রেজিস্টার্ড করতে হবে।

government is giving 80,000 rupees to repair the house

৪. এবারে লগইন করে অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে
৫. এরপর ফর্মটি পূরণ করে নথিগুলি আপলোড করতে হবে।
৬. এরপর ৩০ টাকা পেমেন্ট করতে হবে। আর এইভাবেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর