বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় আসার পর থেকেই সামাজিক প্রকল্পের উপর বাড়তি জোর দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়ও জনপ্রিয় এক প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীকে দেওয়া কথা রেখে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) চালু করেন মমতা। সেই থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মহিলাদের আর্থিক সুরক্ষার লক্ষ্যে চালু হওয়া এই লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar)।
লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের হাতে অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভান্ডার। বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান।
ওদিকে ৬০ বছর বয়স হলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রাপকরা বার্ধক্য ভাতার (Old Age Pension Scheme) সুবিধা পেতে শুরু করেন। ভোট বিশেষজ্ঞদের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই জনদরদী প্রকল্পের উপর ভর করেই বিপুল ভোটে জয়ী হন তৃণমূল সুপ্রিমো। তাই তো বাংলার এই প্রকল্পকে মডেল করে আরও একাধিক রাজ্যও মহিলাদের জন্য আর্থিক প্রকল্প নিয়ে এসেছে।
সম্প্রতি এক রিপোর্টে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, ২০২১ সালে বাংলার বিধানসভা ভোটে অতিরিক্ত ২৯ লক্ষ ১০ হাজার মহিলা বুথমুখী হয়েছেন। যার নেপথ্যে রয়েছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’। ২০১৬ সালে এই মহিলাদের কেউই নির্বাচনে অংশ নেননি। তবে পাঁচ বছর পর বদলে যায় গোটা চিত্র।
২০২১ সালে ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, তৃণমূলকে ফের ক্ষমতায় নিয়ে আসলে প্রত্যেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়া হবে। এই প্রতিশ্রুতির টানেই দলে দলে মহিলারা ছুটে গিয়েছেন ভোট দিতে। বুথমুখী হয়েছেন তারা। বিগত ১০ বছরে রাজ্যে হওয়া নির্বাচনগুলির ভোটার সংখ্যা ও ভোটদানের প্রেক্ষিতে স্টেট ব্যাঙ্ক এর যে রিপোর্ট সামনে এসেছে তা যথেষ্টই তাৎপর্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: বদলাচ্ছে নিয়ম? নির্দিষ্ট কন্ট্রোল রুম থেকে হেল্প লাইন! আবাস প্রকল্পে আরও কড়া নবান্ন
বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে কি ফের কোনো ধামাকা নিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়? জোড়ালো হচ্ছে জল্পনা। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) অনুদান নাকি ১২০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হবে! তাহলে কি নয়া বছর থেকেই বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ? যদিও সরকার তরফে এই নিয়ে কিছু বলা হয়নি। কোনো নতুন ঘোষণাও করা হয়নি।