ছেলেদের জন্য সুখবর! এবার ১০,০০০ টাকা দেবে সরকার! খুশির হাওয়া রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ এদেশের জনগণের সুবিধার্থে কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকার একাধিক প্রকল্প চালু করেছে। এর মধ্যে বহু প্রকল্পে আবার মাসিক ভাতা প্রদান করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেমন প্রত্যেক মাসে মহিলাদের ১০০০, ১২০০ টাকা দেওয়া হয়। তবে এবার পুরুষদের জন্য বড় উদ্যোগ নেওয়া হল। এবার পুরুষদের জন্য একটি বিরাট দুর্দান্ত প্রকল্পের (Government Scheme) কথা ঘোষণা করা হল।

এই প্রকল্পে (Government Scheme) ১০,০০০ টাকা করে পাবেন ছেলেরা!

সম্প্রতি ছেলেদের ৬,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। লোকসভা ভোট সম্পন্ন হতে না হতেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে। এবার ভোটের আগেই পুরুষদের জন্য একটি দুর্দান্ত প্রকল্পের কথা ঘোষণা করা হল। ওই রাজ্যের সকল দ্বাদশ উত্তীর্ণ ছেলেদের জন্য ‘লাডলা ভাই’ (Ladla Bhai Yojana) নামের একটি বিশেষ স্কিম নিয়ে আসার কথা ঘোষণা করেছে সরকার।

   

এই প্রকল্পের অধীন টুয়েলভ পাশ ছাত্রদের প্রত্যেক মাস ৬,০০০ টাকা করে দেওয়া হবে। ডিপ্লোমা করা ছাত্ররা মাসে ৮,০০০ টাকা এবং স্নাতক পাশ যুবকদের মাসিক ১০,০০০ টাকা করে প্রদান করবে সরকার। এই প্রকল্পের (Government Scheme) ফলে ওই রাজ্যের বহু যুবকের সুবিধা হল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ‘বন্ধ করে দিয়েছি…’! দলের পর্যালোচনা বৈঠকে কেন চুপ দিলীপ ঘোষ? জবাবে বিস্ফোরক BJP নেতা

উল্লেখ্য, বহুদিন ধরেই মহারাষ্ট্রে বিরোধীরা যুবকদের মধ্যে বাড়তে থাকা বেকারত্বের বিষয়টি নিয়ে সরব হচ্ছে। তবে এবার রাজ্যের ছেলেদের জন্য একটি দুর্দান্ত স্কিম (Government Scheme) ঘোষণা করে বিরোধীদের কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বলেন, ‘এই স্কিমের অধীন আমাদের সরকার রাজ্যের যুবকরা যে কারখানায় কাজ করবে সেখানে তাঁদের প্রশিক্ষণ দেয়া হবে এবং মাসিক টাকা প্রদান করা হবে। ইতিহাসে এই প্রথম কোনও সরকার এমন প্রকল্প চালু করল। আশা করছি, এই স্কিমের মাধ্যমে আমরা বেকারত্বের সমাধান খুঁজে পাব’।

Government scheme for boys

এদিকে কয়েকদিন আগে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও যুবকদের বেকারত্বের বিষয়টি নিয়ে সুর চড়িয়েছিলেন। তিনি বলেন, ‘মধ্যপ্রদেশের লাডলি বেহনা যোজনার মতো আমি মহারাষ্ট্রের ছেলেদের জন্য প্রকল্প তৈরির দাবি জানাচ্ছি। এখনকার দিনে ছেলেদের এবং মেয়েদের মধ্যে কোনও তফাৎ নেই। এই পরিস্থিতিতে ছেলেরা এবং মেয়েরা যেন সমানভাবে এই স্কিমের সুবিধা পায়’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর