ক্রমশ বাড়ছে আম্বানির দাপট! এবার এই প্ল্যান্ট স্থাপনের জন্য Reliance-কে ৩,৬২০ কোটি টাকা দেবে সরকার

বাংলা হান্ট ডেস্ক: ভারত তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) মাধ্যমে ক্রমাগত ব্যবসায়িক প্রসার ঘটাচ্ছেন। বর্তমান সময়ে আম্বানির ব্যবসা পেট্রোকেমিক্যাল সেক্টর থেকে শুরু করে টেলিকমিউনিকেশন, গ্রিন এনার্জি থেকে রিটেল পর্যন্ত বিস্তৃত। তবে, এখন তাঁর চোখ রয়েছে ৪৯,০০০ কোটি টাকার গুরুত্বপূর্ণ মার্কেট সেগমেন্টের দিকে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরি করতে চলেছেন মুকেশ আম্বানি।

Reliance Industries-কে ৩,৬২০ কোটি টাকা দেবে সরকার:

ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত তথ্য সামনে আনা হয়েছে। যেখানে বলা হয়েছে যে, দেশের বৃহত্তম সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Relinace Industries) লিমিটেডকে ACC ব্যাটারি স্টোরেজের জন্য ১০ গিগাওয়াট ব্যাটারি ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে এর জন্য, মুকেশ আম্বানিও সরকারের কাছ থেকে ৩,৬২০ কোটি টাকার প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (PLI) স্কিমের সুবিধাও পাবেন।

   

 Government will give 3,620 crore rupees to Reliance Industries for this plant.

আম্বানির নজর ৪৯,০০০ কোটি টাকার বাজারে: রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে ভারতে ইভি ব্যাটারির বাজারের আকার প্রায় ৫.৯ বিলিয়ন ডলার অর্থাৎ ৪৯০০০ কোটি টাকা ছিল। এদিকে, অনুমান করা হচ্ছে যে, ২০২৮ সাল নাগাদ এই বাজারের আকার প্রায় দ্বিগুণ হয়ে ১০.১৪ বিলিয়ন ডলার হবে। অর্থাৎ, এই সেক্টর দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায়, এখানে রিলায়েন্সের (Reliance Industries) প্রবেশ সামগ্রিকভাবে প্রতিযোগিতা আরও বাড়িয়ে দেবে।

আরও পড়ুন: সচিন-ধোনিকে টপকে গিয়ে “বিরাট” নজির কোহলির, দিলেন সর্বোচ্চ ট্যাক্স, পরিমাণ জানলে চমকে যাবেন

একাধিক কোম্পানিকে হারিয়েছে রিলায়েন্স: অ্যাডভান্সড ক্যামিলি সেল অর্থাৎ ACC ম্যানুফ্যাকচারিংয়ের PLI স্কিমের জন্য জারি করা গ্লোবাল টেন্ডারের অধীনে ভারী শিল্প মন্ত্রক সাতটি বিড পেয়েছিল। যেখানে ১০ গিগাওয়াট ঘন্টার ACC ব্যাটারি স্টোরেজ ইউনিটের জন্য সর্বাধিক ৩,৬২০ কোটি টাকা বাজেট রাখা হয়েছিল। সেখানে একাধিক কোম্পানি বিডিংয়ে অংশগ্রহণ করে। সেগুলি হল ACME ক্লিনটেক সলিউশনস প্রাইভেট লিমিটেড, অমরা রাজা অ্যাডভান্সড সেল টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, আনভি পাওয়ার ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, JSW নিও এনার্জি লিমিটেড, লুকাস টিভিএস লিমিটেড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ভ্যারি এনার্জি লিমিটেড।

আরও পড়ুন: এবার পাকিস্তানের অভাব মেটাবে সোনার খনি? এই দেশের কাছ থেকে মিলল বড় প্রস্তাব

কিভাবে বাজিমাত করল রিলায়েন্স: জানিয়ে রাখি, ৭ টি বিড বিশ্লেষন করে মন্ত্রক ৬ টি কোম্পানিকে আর্থিক মূল্যায়নের জন্য নির্বাচন করেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) লিমিটেডকে PLI স্কিমের অধীনে ১০ গিগাওয়াট ঘন্টা ACC ক্ষমতার জন্য নির্বাচিত করা হয়েছে কোয়ালিটি এবং কস্ট বেসড সিলেকশন সিস্টেমের (QCBS) ভিত্তিতে। মন্ত্রক এই বিষয়টি একটি অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে। যেখানে জানানো হয়েছে, দরদাতা অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সর্বোচ্চ মোট স্কোরের ভিত্তিতে এই ইউনিট প্রতিষ্ঠার জন্য নির্বাচিত করা হয়েছে। জানিয়ে রাখি, ২০২১ সালের মে মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা PLI স্কিমের অধীনে ৫০ গিগাওয়াট ঘন্টা উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যে ১৮,১০০ কোটি টাকা ব্যয় ACC ব্যাটারি স্টোরেজ সম্পর্কিত জাতীয় কর্মসূচি ঘোষণা করেছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর