ইন্ডাস্ট্রিতে সবথেকে চালাক মানুষ শাহরুখ, কিং খান সম্পর্কে বিষ্ফোরক তথ‍্য ফাঁস করেছিলেন গোবিন্দা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আশি-নব্বইয়ের দশকের অল রাউন্ডার অভিনেতাদের প্রসঙ্গ উঠলে গোবিন্দার (Govinda) কথা উঠতে বাধ‍্য। কমেডি ঘরানা থেকে সুদর্শন রোম‍্যান্টিক হিরো, গোবিন্দা ম‍্যাজিকে তখন বুঁদ হয়েছিল গোটা বলিউড। তারপর যে সুপারস্টার তাঁর ঐতিহ‍্যকে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি শাহরুখ খান (Shahrukh Khan)। একসঙ্গে কোনো ছবিতে কাজ না করলেও শাহরুখ সম্পর্কে ভালো মন্তব‍্যই করেছেন তিনি সবসময়।

গোবিন্দা বলেছিলেন, শাহরুখ ইন্ডাস্ট্রির সবথেকে বুদ্ধিমান অভিনেতা। এমন দাবির নেপথ‍্যে থাকা একাধিক কারণও জানিয়েছিলেন তিনি। একবার কপিল শর্মা শো তে এসে ‘রাজা বাবু’ অভিনেতা জানিয়েছিলেন, তিনি শাহরুখকে সম্মান করেন। তাঁকে দেখে অনুপ্রাণিত হন।


একটি পুরনো ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। সেখানে ‘বাদশা’ সম্পর্কে গোবিন্দাকে বলতে শোনা যায়, “আমার মনে হয়, আমাদের সবার থেকে শাহরুখ অনেক গুণ বেশি বুদ্ধিমান। ওঁ সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়।”

নিজের দাবির সপক্ষে যুক্তি দিয়ে গোবিন্দাকে আরো বলতে শোনা যায়, “সবার আগে উনি নিজেকে নিজে ভালবেসেছেন। যথেষ্ট শিক্ষিত। এত কম বয়সে ইন্ডাস্ট্রি সম্পর্কে এমন কিছু জিনিস উনি বুঝে গিয়েছিলেন যা আমার মতো অভিনেতারাও বুঝতে পারেননি।”

https://www.instagram.com/reel/Ch2TYm7LdC_/?igshid=YmMyMTA2M2Y=

দিল্লির ছেলে শাহরুখ ইন্ডাস্ট্রিতে কোনো চেনা পরিচয় ছাড়াই অন‍্যতম সবথেকে বড় তারকা হয়ে উঠেছেন। সম্পূর্ণ নিজের পরিশ্রমে, নিজের যোগ‍্যতায় আজ ‘কিং খান’ এর তকমার দাবিদার হয়েছেন তিনি। অন‍্যদিকে গোবিন্দাও একজন স্বপ্রতিষ্ঠিত তারকা। কোনো রকম যোগাযোগ ছাড়া শুধুমাত্র যোগ‍্যতা এবং পরিশ্রম দিয়ে যে বলিউডে জায়গা করা যায় এবং নিজস্ব ব্র‍্যান্ড তৈরি করা যায়, তার সবথেকে বড় উদাহরণ গোবিন্দা এবং শাহরুখ।

X