বাংলাহান্ট ডেস্ক : গুলিবিদ্ধ হলেন বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। মঙ্গলবার ভোরবেলা এই ঘটনা ঘটে বলে খবর। অভিনেতার পায়ে গুলি লাগে। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় নিকটবর্তী হাসপাতালে। তবে না, কেউ তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়েনি। যেমনটা জানা যাচ্ছে, নিজের রিভলভার থেকে গুলি ছিটকেই আহত হয়েছেন গোবিন্দা (Govinda)। ঘটনাটি প্রকাশ্যে আগেই উঠে এসেছে একাধিক প্রশ্ন।
পায়ে গুলি লেগেছে গোবিন্দার (Govinda)
সংবাদ সংস্থা সূত্রে খবর, ভোর ৪ টে বেজে ৪৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। গোবিন্দার (Govinda) ম্যানেজার শশী সিনহা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এদিন ভোরে কলকাতায় আসার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা। কলকাতায় তাঁর একটি শো ছিল বলে খবর। নিজের রিভলভারটি খাপের মধ্যে ঢোকাতে গিয়ে সেটি তাঁর হাত থেকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে একটি গুলি ছিটকে গিয়ে লাগে গোবিন্দার (Govinda) পায়ে।
আরো পড়ুন : চোখের সামনে এমন অবস্থায় অমিতাভ রেখা! নিজেকে সামলাতে না পেরে কী করেছিলেন জয়া?
হাসপাতালে ভর্তি গোবিন্দা (Govinda)
এরপরেই তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রিটিকাল কেয়ার ইউনিটে এই মুহূর্তে ভর্তি রয়েছেন গোবিন্দা (Govinda)। গুলিটি ইতি মধ্যেই তাঁর পা থেকে বের করে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অবস্থা এখন স্থিতিশীল অভিনেতার। তবে হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানেই তিনি রয়েছেন বলে খবর।
আরো পড়ুন : একটি সম্পর্কে থাকতেই পরপুরুষের সঙ্গে সহবাস, এক সন্তানের মা হয়ে বিষ্ফোরক স্বীকারোক্তি অভিনেত্রীর!
গোবিন্দার (Govinda) কাছে রিভলভার এল কীকরে
গোবিন্দার (Govinda) ম্যানেজার নিজেই জানিয়েছেন, যে রিভলভার থেকে গুলি চলেছে এটি গোবিন্দার (Govinda) নিজস্ব। একজন বলিউড অভিনেতার কাছে আগ্নেয়াস্ত্র কী করছিল? তবে কি তিনি সবসময় তা নিজের কাছেই রাখেন? অভিনেতার ম্যানেজার অবশ্য জানিয়েছেন, রিভলভারটি লাইসেন্স প্রাপ্ত। অর্থাৎ লাইসেন্স নিয়েই নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছেন গোবিন্দা (Govinda)। যদিও এর যথাযথ কারণ জানা যায়নি। তবে রিভলভারটি মুম্বই পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে খবর।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বলিউডে। অভিনেতাদের কাছে লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র রাখখটা অবশ্য অস্বাভাবিক নয়। কিছুদিন আগেই লাগাতার খুনের হুমকি পাওয়ার পর নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার জন্য অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন সলমন খান। তবে গোবিন্দা কী কারণে নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখতেন তা এখনো স্পষ্ট নয়।