সুরাপ্রেমীদের জন্য সুখবর: এবার বেশকিছু রাজ্য করবে বাড়িতে মদের ডেলিভারী

বাংলাহান্ট ডেস্ক : দিল্লীর (Delhi)পর এবার পাঞ্জাবে (punjab)মদের (alcohol)দোকানে সামাজিক দূরত্ব বজায় রাখতে নেওয়া হবে নতুন পদক্ষেপ। করোনা সংক্রমন এর ওপর ভিত্তি করেই সব রাজ্যে লাল, সবুজ এবং কমলা জোনে ভাগ করা হয়েছে। আর এর মধ্যে শুধুমাত্র কমলা এবং সবুজ জোনে মদের দোকান খোলা হচ্ছে ।কিন্তু মদ কিনতে দোকানে ভোর থেকে লাইন লাগাচ্ছে মদপ্রেমীরা।

করোনা ঠেকাতে পাঞ্জাবে করা  হবে মদ ডেলিভারি 

পাঞ্জাবে বুধবার থেকে মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু করোনা ঠেকাতে মদ ব্যবসায়ীরা ৭ই মে বৃহস্পতিবার থেকে হোম ডেলিভারি করার অনুমতি পেয়েছে। কারণ বিপুল সংখ্যক ডেলিভারি দিতে অনেক বেকাররাও কাজ পাবেন।   দোকানের সামনে বিশৃঙ্খলা থেকেও মুক্তি পাওয়ার পাশাপাশি মিলবে বাড়তি কর।

alcohol drinks liquor addiction abuse shut

মদের ডেলিভারির ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে সময়

সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত যে দোকানগুলি খোলার অনুমতি রয়েছে। সেইসব দোকানে সন্ধ্যে ৬ টার মধ্যে হোম ডেলিভারি করা হবে।করোনার ভাইরাসের কারণে প্রায় এক মাসের বেশী মদের দোকান বন্ধ ছিলো। এর আগে মদের দোকানে নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটেছিল, আর এর পরে স্থানীয় প্রশাসন দোকানগুলি বন্ধ করে দেয়।

পাশাপাশি বাড়ানো হয়েছে কর 

লক ডাউনের তৃতীয় পর্যায়ে অনেক দোকানে ছাড় পাওয়ার পাশাপাশি মদের দোকানগুলি খোলা হয়েছে।
দিল্লী সরকার  মদের দোকান খোলার  পর এক নতুন সিদ্ধান্ত নিয়েছেন। দোকানে  ভিড়ের কারণে মদের উপরে অতিরিক্ত ৭০% করোনার কর আরোপের ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশ এবং অন্ধ্র প্রদেশ সহ আরও অনেক রাজ্য অতিরিক্ত কর বাড়ানোর  বিষয়ে বিবেচনা করা হয়েছে। কিন্তু তাতেও কমেনি মানুষের ভিড়।


সম্পর্কিত খবর