স্কুলে ক্লাস নেন প্রধান শিক্ষিকার স্বামী! দেগঙ্গার প্রাথমিক বিদ্যালয়ে বড়সড় কেলেঙ্কারি

বাংলাহান্ট ডেস্ক : অভিযোগ প্রধান শিক্ষিকা দীর্ঘদিন ধরে স্কুলে আসেন না। তার জায়গায় ক্লাস করান শিক্ষিকার স্বামী! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল দেগঙ্গার খেজুরডাঙার এক প্রাথমিক স্কুলে। মঙ্গলবার সকালের একাধিক অভিযোগ নিয়ে প্রাথমিক স্কুলটির সামনে জড়ো হন অভিভাবকেরা। তাদের প্রত্যেকের হাতে একটি করে প্ল্যা কার্ড। তার কোনোটিতে লেখা “নকল শিক্ষক দূর হটো” , আবার কোনোটিতে লেখা,”মিড ডে মিলের হিসাব প্রকাশ করতে হবে।” এরকম একাধিক দাবি নিয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। মুখে চলতে থাকে স্লোগান।

তাদের অভিযোগ, এই প্রাথমিক স্কুলটির প্রধান শিক্ষিকা দীর্ঘদিন ধরে স্কুলে আসেন না। তার জায়গায় ক্লাস করান শিক্ষিকার স্বামী। এছাড়াও তাদের আরো অভিযোগ, সরকার থেকে স্কুলের মিড ডে মিলের জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছে তাতেও কারচুপি করা হয়েছে। মিড ডে মিলে বাচ্চাদের জন্য সঠিক পরিমাণ খাদ্য সরবরাহ করা হয় না স্কুল থেকে। এই কারচুপির জন্যও অভিভাবকেরা অভিযোগের আঙুল তুলেছেন প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।

   

এক অভিভাবক জানিয়েছেন,”স্কুলে ঠিক মতো শৌচালয় নেই। সরকার নির্ধারিত বাজেটের হিসাব দেখতে চাইলে স্কুল দেখায় না। এছাড়াও প্রধান শিক্ষিকা স্কুলে না এসে তার স্বামীকে পাঠান ক্লাস করানোর জন্য। এই সকল অভিযোগ নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি। নিরুপায় হয়েই আমরা স্কুলে তালা লাগাতে বাধ্য হয়েছি।”

অন্যদিকে এই বিষয়গুলি নিয়ে প্রধান শিক্ষিকার স্বামী সহিদুল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন,”আজ আমার স্ত্রী বিডিও অফিসে গেছে। তাই আমি ক্লাস নিতে এসেছি। অন্যান্য সময় স্ত্রীর শরীর খারাপ হলে আমি ক্লাস নিয়ে যাই।”

এহেন “নকল শিক্ষক “থেকে মিড ডে মিলে নিম্নমানের খাদ্য দেওয়ার একাধিক অভিযোগে আজ দিনভর সরগরম রইল দেগঙ্গার এই প্রাথমিক স্কুল। অভিযোগ পেয়ে প্রশাসন এখন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর