বাংলা হান্ট ডেস্কঃ আনলক-৩ (Unlock-3) এর প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। ৩১ জুলাই আনলক-২ শেষ হতে চলেছে। সুত্র অনুযায়ী, আনলক-৩ এ সামাজিক দুরত্ব বজায় রেখে সিনেমা হল (Cinema) গুলোকে খোলার নির্দেশ দেওয়া হতে পারে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রালয়কে প্রস্তাব পাঠিয়েছে। সেখানে ১লা আগস্ট থেকে সিনেমা হল গুলোকে খোলার কথা বলা হয়েছে। যদি সরকার সিনেমা হল গুলোকে খোলার নির্দেশ দেয়, তাহলে হল মালিকদের সাথে সাথে সিনেমা হলে কাজ করা অনেক কর্মীরাও উপকৃত হবে।
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং সিনেমা হলের মালিক গুলোর মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়। এরপর সিনেমা হল মালিকরা ৫০% দর্শকের সাথে থিয়েটার শুরু করার জন্য রাজি হয়ে যায়। যদিও, মন্ত্রালয় চাইছে যে, প্রথমে ২৫% দর্শক নিয়েই সিনেমা হল গুলোকে খোলা হোক আর কড়া ভাবে নিয়ম পালিত হোক। শুধু তাই নয়, আনলক-৩ এ সিনেমা হলের সাথে সাথে জিমও খোলা হতে পারে। সুত্র অনুযায়ী, এখনো মেট্রো আর স্কুল খোলা নিয়ে আলোচনা করা হয়নি। আরেকদিকে, রাজ্য গুলোকে আলনক ৩ এ আরও কিছু ছাড় দেওয়া হতে পারে।
করোনার বর্ধিত সংক্রমণ রোখার জন্য মার্চ মাসে গোটা দেশে লকডাউন জারি করা হয়েহিল। জুন মাসের শেষ পর্যন্ত এই লকডাউন প্রক্রিয়া চলে। ৩০ জুন থেকে আনলক-১ শুরু হয়। আর আনলক-১ অনুযায়ী, করোনার মধ্যে জারি করা লকডাউন শিথিল কর আহয়। এরপর ১লা জুলাই থেকে আনলক-২ শুরু হয় সেট আগামী ৩১ জুলাই শেষ হবে।
এর আগে আনলক-৩ নিয়ে অনেক আলোচনাই হয়েছে। শোনা যাচ্ছিল যে, এবার হয়ত স্কুল-কলেজ গুলোকে খোলা নিয়ে চর্চা হবে। কিন্তু বিগত কয়েকদিনে দেশে যে হারে করোনার মামলা বেড়ে চলেছে, সেই হিসেবে স্কুল-কলেজ খোলা আপাতত এখন স্থগিত থাকতে পারে। যদিও এই পর্যায়ে কড়া শর্তের সাথে জিম গুলোকে খুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।