করোনার রোগীদের সাহায্যার্থে এগিয়ে এলেন পর্দার রাম, খুলছেন ১ হাজার বেডের হাসপাতাল

বাংলাহান্ট ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই দেশের সংকটের মুহূর্তে এগিয়ে এলেন অভিনেতা গুরমিত চৌধুরী (Gurmeet Choudhary)। টিভি স্ক্রিনের সকলের পচ্ছন্দের ‘রামায়ণের’ রাম এবার এগিয়ে এলেন দেশবাসীর স্বার্থে। পাটনা ও লখনউতে হাসপাতাল তৈরি করার সিদ্ধান্ত নিলেন তিনি।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে দেশবাসীকে। হাসপাতালে বেড সংকট, অক্সিজেন সংকট- নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছেন দেশের নাগরিকরা। এই পরিস্থিতিতে দেশবাসীর সুবিধার্থে এগিয়ে এলেন গুরমিত চৌধুরী।

স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লেখেন, ‘লখনউ ও পাটনাতে আমি সাধারণ মানুষের জন্য আল্ট্রা মডার্ন হাসপাতাল খোলার সিদ্ধান্ত নিয়েছি। এই হাসপাতালে ১০০০ বেড থাকবে। পরবর্তীতে দেশের আরও অন্যান্য শহরেও খোলার চেষ্টা করব। বর্তমানে আপনাদের সকলের আশীর্বাদ ও সমর্থন আমার খুবই প্রয়োজন। খুব শীঘ্রই সমস্তটা জানতে পারবেন’।

https://twitter.com/gurruchoudhary/status/1351014957652078594

এখানেই শেষ নয়, একটি একটি স্পেশাল টিম তৈরি করেছেন গুরমিত চৌধুরী। এমনকি মানুষের সুবিধার্থে কিছু নম্বরও শেয়ার করেছেন তিনি। জানিয়ে রাখি, গতবছর করোনা আক্রান্ত হয়েছিলেন গুরমিত ও তাঁর স্ত্রী দেবিনা বোনার্জি। সুস্থ হওয়ার পর তাঁরা প্লাজমা দানও করেন এবং তাদের ভক্তদেরকেও প্লাজমা দান করার উৎসাহ দেন।

Smita Hari

সম্পর্কিত খবর