ইসরায়েলে ৫ হাজার রকেট হামলা হামাসের! আক্রমণ সেনা দফতরেও, তড়িঘড়ি যুদ্ধ ঘোষণা করল সরকার

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার ভোরে (স্থানীয় সময় অনুযায়ী) ইসরায়েলে (Israel) ৫ হাজার রকেট হামলা চালায় প্যালেস্টাইনের (Palestine) মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস (Hamas)। এএফপি সূত্রে খবর, হামলার জেরে ইসরায়েলে একজন নিহত হয়েছে। প্রথম ২০ মিনিট গুলি চালানোর পর পাঁচ হাজারের বেশি রকেট ছোড়া হয়েছে বলে জানা গিয়েছে।

ইসরায়েলের দাবি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে রকেটের ব্যারেজ ছুঁড়েছে হামাস। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে প্যালেস্টাইনের ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হামাস। এদিন ভোর সাড়ে ৬ টার দিকে হামলা চালানো হয় বলে আপাতত জানা যাচ্ছে।

এখানেই শেষ নয়, ইসরায়েলে রকেট হামলার পর দেশটির বিরুদ্ধে সামরিক অভিযানও ঘোষণা করেছে হামাস। হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফ এক বিবৃতিতে জানিয়েছেন, “আমরা ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামের অভিযান ঘোষণা করছি। ২০ মিনিট গুলি চালানোর পর পাঁচ হাজারের বেশি রকেট ছোড়া হয়েছে”।

আরও পড়ুন: কিছুক্ষণেই বদলে যাবে আবহাওয়া! বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের এই ৭ জেলায়

হামলার ঘটনায় নিহত হয়েছেন এক মহিলা। পাশাপাশি অন্তত ১০০ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হামাস গাজা উপত্যকা দিয়ে প্যারাসুটে চড়ে ইসরায়েলে অনুপ্রবেশ করেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ইজরায়েলের বেশ কিছু রাস্তা এখন জঙ্গিদের দখলে।

israel hamas

আরও পড়ুন: ‘রেপ কেসকে দর করেছিলেন, মমতা ব্যানার্জি আপনি শুনতে পাচ্ছেন..’, কামদুনি কাণ্ডে বিস্ফোরক মৌসুমী

জানা যাচ্ছে ইজরায়েলের সেনা দফতরেও হামলা চালিয়েছে হামাস। আর এর পরই যুদ্ধের ঘোষণা করেছে ইসরায়েল সরকার। রাশিয়া-ইউক্রেনের পর এবার সরকারীভাবে ইজরায়েলর-প্যালেস্টাইন যুদ্ধের সূচনা হল।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর