তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে দুঃসংবাদ, এল বড়সড় আপডেট

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিছুদিন আগেও ভারতীয় দলের এক নম্বর অলরাউন্ডার বলে গন্য হওয়া হার্দিক পান্ডিয়ার খারাপ সময় যেন কাটতেই চাইছে না। টি টোয়েন্টি বিশ্বকাপের পরই নির্বাচকরা ভারতীয় দল থেকে হার্দিককে বাদ দিতে বাধ্য হয়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে সুযোগ পাননি হার্দিক। শেষ খবর যা শোনা যাচ্ছে তাতে যাবতীয় আশঙ্কা সত্যি প্রমাণিত হচ্ছে।

মনে করা হচ্ছে আইপিএল ২০২২-এর আগে ক্রিকেট মাঠে ফেরা সম্ভব হবে না হার্দিকের। ভারতকে পরের বছর ৬-ই ফ্রেব্রুয়ারি থেকে ২০ শে ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনটি ওয়ানডে সহ একটি টি টোয়েন্টি সিরিজ খেলতে হবে। এর পরের মাসে শ্রীলঙ্কা সফর করবে ভারত। সেই সিরিজে পাওয়া যাবে না হার্দিক-কে।

89996 hardik pandya 2

গোটা সময়টা তিনি এনসিএ-তে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নিজের ফিটনেস ঠিক করায় ব্যস্ত থাকবেন। আইপিএল ২০২২-এর নিলাম জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলেছে। হার্দিকের এতদিনের দল মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ধরে রাখেনি।

২০১৮ সালের এশিয়া কাপ চলাকালীন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বোলিং করতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক। সেই সময়ে বোঝা যায়নি যে এই চোট এতটা গুরুতর হবে। তারপর থেকে এখনও অবধি সেই চোট ভুগিয়ে আসছে হার্দিক-কে। নতুন বছরে তিনি সুস্থ হয়ে উঠবেন এমনটাই আশা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর