উইকেট তুলে আম্পায়ারের সঙ্গে উদযাপন করলেন হার্দিক পান্ডিয়া! তালি দিতে বাধ্য হলেন অমিত শাহও

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল রাতে আইপিএল ফাইনালে গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরশুমে নিজের সেরা বোলিংটি করেছেন। চলতি মরশুমে প্রথমবার নিজের ঘরের মাঠ, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নেমে হার্দিক নিজের আইপিএল কেরিয়ারের সেরা স্পেলটি করেছিলেন। দুর্দান্ত বোলিং করে তিনি প্রথমে সঞ্জু স্যামসন, তারপর জস বাটলার এবং শেষে শিমরন হেটমায়ারের উইকেট তুলে নেন। তিনি যখন তার তৃতীয় শিকার হিসাবে হেটমায়ারকে আউট করছিলেন তখন স্টেডিয়ামে উপস্থিত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও, হার্দিকের বোলিংয়ের তারিফ করতে দেখা গেছে।

কাল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। কিন্তু প্রথমে ব্যাট করে হার্দিকদের দুরন্ত বোলিংয়ের সামনে ১৩০ রানের বেশি তুলতে পারেনি বাটলাররা। এত কম রান তুলে যে আইপিএল ফাইনাল জেতা যায়নি তা প্রমাণ করে দিয়েছে গুজরাট টাইটান্স। হার্দিক এই মরশুমে সদ্য চোট সারিয়ে ফেরার কারণে খুব বেশি বোলিং করতে পারেননি, তা সত্ত্বেও চলতি মরশুমে তিনি ৮টি উইকেট পেয়েছেন।

হার্দিক পান্ডিয়া কাল বেশিরভাগ বলই শর্ট অফ গুড লেংথে ফেলেছেন। ওই লেংথে বল করেই প্রথমে বিপক্ষ অধিনায়ক সঞ্জু স্যামসনের উইকেট তোলেন তিনি। এরপর ১৩তম ওভারে কিছুটা এক্সট্রা বাউন্সের সহায়তার চলতি মরশুমে অরেঞ্জ ক্যাপ জয়ী জস বাটলারকে অফস্টাম্পের বাইরে খোঁচা লাগিয়ে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ তুলিয়ে ড্রেসিংরুমের রাস্তা দেখান তিনি।

শিমরণ হেটমায়ার তার বলে একটি বাউন্ডারি মারার পর গতি পরিবর্তন করে ক্যারিবিয়ান পিঞ্চ হিটারকে চমকে দিয়ে কট অ্যান্ড বোল্ড করে তার সেলিব্রেশনে মেতে ওঠেন হার্দিক পান্ডিয়া। দ্রুত দৌড়ে যাওয়ার সময় তার সামনে চলে আসা স্কোয়ার লেগ আম্পায়ার ক্রিস গেফেনিকে প্রায় জড়িয়ে ধরেছিলেন হার্দিক। তারপর বলটি আম্পায়ারের হাতে তুলে দিয়ে সতীর্থদের সাথে উদযাপন শুরু করেন হার্দিক। সেই সময় স্ট্যান্ডে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও হাততালি দিয়ে প্রশংসা করেন পান্ডিয়ার।

X