১৭২৭ দিন পরে রান-আউট! ধোনির সাথে একই দুর্ভাগ্যের আসনে বসলেন হরমনপ্রীত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল মরিয়া লড়াই করেও অস্ট্রেলিয়াকে হারাতে ব্যর্থ হয়েছে ভারতীয় মহিলা দল (Indian Women’s Team)। এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার ফর্ম মহাজাগতিক পর্যায়ের। কালকের সেমিফাইনালের আগে শেষ ২১টি টি-টোয়েন্টি ম্যাচের ২০টি ম্যাচেই জয় পেয়েছিল তারা। তাদের বিরুদ্ধে জিততে পারাটা ভারতের কাছে অত্যন্ত কঠিন ছিল। ভারতীয় সমর্থকরাও খুব বেশি আশা রাখেননি।

কিন্তু ম্যাচের একটা পর্যায়ে এমন এসে উপস্থিত হয়েছিল যখন ভারতীয় দল পুরোপুরি জয়ের পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল। আর তেমনটা শুধুমাত্র সম্ভব হয়েছিল জেমিমা রদ্রিগেজ (Jemimah Rodriguez) এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) মধ্যে হওয়া ৬৯ রানের পার্টনারশিপের কারণে। কিন্তু জেমিমার আউটের পর হরমনপ্রীত রান আউট হওয়ায় অত্যন্ত অনুকূল পরিস্থিতি থেকেও হেরে ফিরতে হয় ভারতকে।

   

harmanpreet half century

অনেকেই হরমনপ্রীতের গা-ছাড়া মনোভাবকে এই ঘটনার জন্য দায়ী করছেন। গার্ডনারের যে থ্রোয়ে তিনি রান আউট হন সেটি মোটেও রান আউট হওয়ার মত পরিস্থিতি ছিল না। কিন্তু দৌড়ানোর সময় তার ব্যাট জমিতে আটকে যায় এবং তিনি রান আউট হন। এরপর রাগের চোটে তিনি নিজের ব্যাটও ছুঁড়ে ফেলে দেন।

অনেকেই এই ঘটনার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন ২০১৯ সালে ভারতীয় পুরুষ দলের ওডিআই বিশ্বকাপের সেমিফাইনাল হারের। সেবারও ভারতের ওপেনার (রোহিত শর্মা) টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড়ে ছিলেন। এক্ষেত্রে স্মৃতি মান্ধানা সেই তালিকায় ছিলেন। সেবারও ভারতের টপ অর্ডার শুরুতেই ধ্বংস হয়ে গিয়েছিল। গতকালও তাই হয়েছিল। সেবারও সাত নম্বর জার্সি পরিহিত এক ব্যক্তির রান আউট হওয়ার পর ভারতের জয়ের আশা শেষ হয়ে গিয়েছিল। কালও ঠিক তেমনটাই হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে ১৭২৭ দিন পর কাল রান আউট হয়েছেন হরমনপ্রীত। রান আউট হওয়ার পর কাল তাকে অত্যন্ত ভেঙে পড়তে দেখা গিয়েছে। ম্যাচ শেষে এই ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা শুধুমাত্র ভাগ্যের কাছে হেরে গেলাম। জেমিমা আর আমার পার্টনারশিপটা ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছিল। কিন্তু শেষপর্যন্ত সব সম্ভব হলো না। যেভাবে আমি রান আউট হয়েছি, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর