বাংলা হান্ট নিউজ ডেস্ক: সেন্ট লরেন্স গ্রাউন্ডে আগুন ছোটালেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে নেমেছেন স্মৃতি মান্ধানারা। আজকের ম্যাচে টসে জিতে ইংল্যান্ড মহিলা দলের অধিনায়ক অ্যামি জোন্স যখন ভারতকে ব্যাট করতে পাঠান তখন তিনি হয়তো ভাবতেও পারেননি যে তার একটা সিদ্ধান্ত এরকম বুমেরাং হয়ে যেতে পারে।
ওপেনার শেফালী ভার্মাকে দ্রুত ফেরাতে পারলেও স্মৃতি এবং ইয়স্তিকাকে ছন্দে দেখাচ্ছিলো। স্মৃতি ৫১ বলে ১টি ছক্কা ও ৪টি চার সহ ৪০ রানের একটি ইনিংস খেলে আউট হন। এরপর ইয়স্তিকাও আউট হন ২৬ রান করে। এখান থেকে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে শুরু করেন হরমনপ্রীত।
হার্লিন দেওলের সঙ্গে জুটি বেঁধে তিনি ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ইনিংস যত গোড়ায় ততই যেন হরমনপ্রীত বাড়তে থাকে। দুই ব্যাটারই অর্ধশতরান করেন। হার্লিন ৭২ বলে ৫৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেও হরমনকে থামাতে পারেননি ইংল্যান্ডের বোলাররা।
৬৪ বলে নিজের অর্ধশতরানটি করেছিলেন হরমনপ্রীত। এরপর বাকি ৫০ রান করে নিজের শতরানটি সম্পূর্ণ করতে তিনি সময় নেন মাত্র ৩৪ বল। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১১ বলে ১৪৩ রান করে। শেষ ১১ বলে ৪৩ রান করেছেন ভারত অধিনায়ক। গোটা ইনিংসে মেরেছেন ১৮টি চার ও ৪টি ছক্কা। তার অভাবনীয় ইনিংসের দৌলতে ৫০ ওভারের শেষে স্কোরবোর্ডে ৩৩৩ রান তুলেছে ভারত।
1⃣0⃣0⃣ for Captain Harmanpreet Kaur
What a sensational knock this has been from the #TeamIndia captain. #ENGvIND pic.twitter.com/M9FSEXnCcv
— BCCI Women (@BCCIWomen) September 21, 2022
এই প্রতিবেদনটি লেখার সময় ইংল্যান্ডের মহিলা দলের স্কোর ১৩ ওভারের শেষে ৩ উইকেট হারিয়ে ৮২। এক ইংল্যান্ড ওপেনারকে দুর্দান্ত থ্রোয়ে রান আউট করেছেন হরমনপ্রীত। বাকি দুটি উইকেট নিয়েছেন রেনুকা ঠাকুর।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…