আছড়ে পড়ল ১৬৪ বছরের সবচেয়ে ভয়ংকর ঝড়, গতি হতে পারে ২৪০ কিলোমিটার

বাংলাহান্ট ডেস্ক, weather update :  মার্কিন মুলুকে আছড়ে পড়ল ১৬৪ বছরের সবচেয়ে ভয়ংকর ঝড়। আজ সকাল ৫ টা নাগাদ আমেরিকার লিউসিয়ানা উপকূলে আছড়ে পড়ে এই ক্যাটাগরি ফোর হ্যারিকেন৷ এর ফলে ভয়ংকর বৃষ্টি ও জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে সেখানে৷ বাতাসের গতি ২৪০ কিমি পর্যন্ত হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

images 98 2

এত ভয়ংকর ঝড় মার্কিন মুলুকে গত ১৬৪ বছরে হয় নি। ঝড়ের ফলে ভয়ংকর ক্ষতির সম্ভাবনা সেখানে। এলাকার বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই ৩ লক্ষ ৩০ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন হয়েছে। টেক্সাসেই ৮০ হাজার বাড়ি বিদ্যুৎ হীন। ঝড় বৃষ্টির তান্ডবে ভেসে গিয়েছে বিভিন্ন এলাকা।

images 94 2

মাত্র ২ দিন আগে এই অঞ্চলেই মার্কো নামের আরেক হ্যারিকেন আছড়ে পড়েছিল। যার জেরে প্রাণ হারিয়েছেন ২৪ জন। তবে আজকের ঝড় ‘লরা’ এর তুলনায় মার্কো অনেক কম শক্তিশালী ছিল বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর।

images 96 2

এর আগে ২০০৫ সালি ক্যাটরিনা নামের এক ভয়ংকর ঝড় আছড়ে পড়েছিল মার্কিন মুলুকে। প্রাণ হারিয়েছিল ১৮০০ মানুষ। বেশ কিছু অঞ্চল ভেসে গিয়েছিল বন্যায়।

,


সম্পর্কিত খবর